বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০২:১৩:২৯

ঢাবি ছাত্রী ধ'র্ষণ ঘটনায় একজন চি'হ্নিত

ঢাবি ছাত্রী ধ'র্ষণ ঘটনায় একজন চি'হ্নিত

ঢাকা: রাস্তা থেকে তু'লে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধ'র্ষণের ঘটনায় একজনকে চিহ্নি'ত করা হয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র।আইন-শৃ'ঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, ওই ব্যক্তিকে নজ'রদারিতে রাখা হয়েছে এবং শতভাগ নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হবে। যে কারণে এখনই গণমাধ্যমে তার নাম প্রকাশ করা যাচ্ছে না।

তবে চিহ্নি'ত ব্যক্তি সিএনজি চালক বলে জানিয়েছে র‌্যাবের একটি সূত্র।

সূত্রটি জানায়, আইন-শৃঙ্খ'লার কয়েকটি বাহিনী একজনকে চিহ্নি'ত করে তার পরিচয় ও অবস্থান নির্ণয় করেছে। ওই ব্যক্তির প্রতিটি পদক্ষে'প এখন আইন-শৃঙ্খ'লা বাহিনীর নখ'দর্প'ণে। প্রমাণ মিললেই তাকে যে কোনো সময় গ্রেফতার করা হবে।তবে কীভাবে ঢাবি ছাত্রী ধ'র্ষণের ঘটনায় ওই ব্যক্তির জড়িত থাকার সম্ভা'বনা রয়েছে ধারণা করা হচ্ছে যে বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে মঙ্গলবার সিসিটিভি ফুটে'জ দেখে অপরা'ধীকে শনা'ক্ত করা হবে বলে জানিয়েছিলেন পুলিশের গুলশান বিভাগের উপকমিনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের তিনি বলেন, কুর্মিটোলায় সড়কের পাশে ঘটনাস্থ'লের কাছের দুটি সিসিটিভি ফুটে'জ উদ্ধা'র করা হয়েছে। সেই ফুটে'জ বিশ্লে'ষণ করে তথ্যপ্রযু'ক্তির মাধ্যমে দ্রু'ত প্রকৃ'ত অপরা'ধীকে শনা'ক্ত করা হবে।
এছাড়াও ভু'ক্তোভো'গী ছাত্রীর বিবরণী ও তার মুখে শুনে স্কে'চ এঁকে ধ'র্ষণকারীকে চিহ্নি'ত করা হচ্ছে বলেও জানা যায়।

মঙ্গলবার ডিবির উত্তরের উর্ধতন কর্মকর্তা ও ডিএমপির গুলশান বিভাগের ডিসি পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। তারা ঢামেক হাসপাতালের ওয়ান স্ট'প ক্রা'ইসি'স সেন্টারেও (ওসিসি) ছাত্রীর সঙ্গে কথাও বলেছেন।মামলার তদন্তকারী এক কর্মকর্তা জানান, ধ'র্ষণের শিকার ঢাবির ছাত্রীর মুখে বিবরণ শুনে অপ'রাধী শনা'ক্তের কাজ করছে পুলিশ। সিসিটিভি ফুটে'জে থাকা ব্যক্তিদের সঙ্গে ছাত্রীর বর্ণনা মিলিয়ে দেখার চেষ্টা চলছে।

এছাড়া মঙ্গলবার পুলিশের একাধিক টিম ঘটনাস্থ'লে গিয়েছে ম্যাপ এঁকে'ছেন। তরুণী কোন দিক থেকে এসেছেন, তার সামনে পেছনে কারা ছিল, সম্ভা'ব্য কোন স্থান থেকে মুখ চে'পে তাকে তু'লে নেয়া হয়েছে সেসব বিষয়ে ধারণা নিয়েছেন।তবে গতকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি আইন-শৃংখ'লা বাহিনী। ক্যান্টনমেন্ট থানায় দায়েরকৃ'ত মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশের কাছে (ডিবি) হস্তা'ন্তর করা হয়েছে।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আইজিপি জাবেদ পাটোয়ারী জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষ'ণে যে বা যারা জ'ড়িত তাদের গ্রেপ্তারের চে'ষ্টায় পুলিশ খুবই আন্তরিক। পুলিশের অগ্রাধিকারের তালিকায় রয়েছে বিষয়টি।যুগান্তর 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে