বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০৩:১৮:৪৬

ঢাবি ছাত্রী ধ'র্ষণ ঘটনায় এক অটোচালকসহ তিনজন নজ'রদরিতে

ঢাবি ছাত্রী ধ'র্ষণ ঘটনায় এক অটোচালকসহ তিনজন নজ'রদরিতে

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধ'র্ষণের ঘট'নায় এক অটোচালকসহ তিনজনকে নজ'রদারিতে রেখেছে র‍্যাব। তাদের একজন যেকোনো সময় আট'ক হতে পারে।এ বিষয়ে র‌্যাব-১ এর পরিচালক (সিও) লে. কর্নেল শাফিউল্লাহ বুলবুল বলেন, তিনজনকে শনা'ক্ত করে নজ'রদারিতে রাখা হয়েছে। তাদের আট'কের চেষ্টা চলছে।র‌্যাবের একটি সূত্র জানায়, নজ'রদারিতে থাকা সিএনজিচালিত অটোরিকশার চালকই প্রধান ক্রি'মিনাল বলে মনে হচ্ছে।

গত রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৪টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুর্মিটোলা বাসস্টপেজে নামার পর তাকে অজ্ঞা'ত এক ব্যক্তি অ'নুস'রণ করতে থাকে।একপর্যায়ে তাকে ফুটপাতের ঝো'পে নিয়ে ধ'র্ষণ করে। রাত ১০টার দিকে জ্ঞা'ন ফিরলে ওই ছাত্রী রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

সোমবার (৬ জানুয়ারি) সকালে অজ্ঞা'ত ব্যক্তিকে আসামি করে ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদ'ন্ত করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে