শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০, ১১:১৫:২৬

কারওয়ান বাজারে চল’ন্ত বাস থেকে মা’রধ’র করে ফেলে দেয়া হলো যাত্রীকে

কারওয়ান বাজারে চল’ন্ত বাস থেকে মা’রধ’র করে ফেলে দেয়া হলো যাত্রীকে

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় চল’ন্ত বাস থেকে এক যাত্রীকে মা’রধ’র করে ফে’লে দেওয়া হয়েছে। এতে তার দুই পা ওই বাসের পেছনের চাকায় পৃ’ষ্ট হয়েছে। বাস চালক ও কন্ডাক্টরকে আট’ক করা হয়েছে।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কারওয়ান বাজারের বিএসিসি ভবন এর সামনে ৮ নম্বর পরিবহনের একটি চল’ন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দেয়ার এ ঘটনা ঘটে। আহ’ত অবস্থায় বাস যাত্রী শরিফুল ইসলামকে (২৮) উ’দ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাস যাত্রী নেওয়াজ শরীফ জানান, বাসের দরজার সামনে ওই যাত্রীর সঙ্গে কন্ডাক্টরের ত’র্কাত’র্কি হচ্ছিল। একপর্যায়ে তাদের মধ্যে হা’তাহা’তি বা’ধার উপক্রম হয়। এরপরই ওই যাত্রীকে পড়ে যেতে দেখি। বাস থেকে পড়ে যাওয়ার পর ওই যাত্রীর দুই পা বাসের পেছনের চাকার নীচে চা’পা পড়ে।

এ ঘটনায় বাসের যাত্রীরা জাতীয় সেবা নম্বর ৯৯৯ এ ফোন করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসটি জ’ব্দ করে।

আহ’ত বাসযাত্রী শরিফুল জানান, শ্যামলী থেকে তিনি ওই বাসে ওঠেন। বাসটি কারওয়ান বাজার পৌঁছালে তিনি সেখানে নামতে চান। তবে বাসটি কিছুতেই গতি কমাচ্ছিল না। পরে দরজার সামনে ত’র্কাত’র্কি হয় কন্ডাক্টরের সঙ্গে। একপর্যায়ে কন্ডাক্টর তাকে ধা’ক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয় বলে অ’ভিযো’গ করেন তিনি।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মুনশি জানান, দুর্ঘ’টনার পরপরই ঘটনাস্থলে গিয়ে বাসটি জ’ব্দ করা হয়েছে। চালক পারভেজ ও অভিযুক্ত কন্ডাক্টর আরিফকে (২১) আট’ক করা হয়েছে।

তিনি আরও জানান, আহ’ত যাত্রীকে ঢাকা মেডিকেলে নিয়ে তার পায়ে এক্স-রে করা হয়েছে। পা কা’টা পড়বে না বলে আশা প্রকাশ করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে