সোমবার, ২০ জানুয়ারী, ২০২০, ০৫:৫৫:৪৬

'ভাতিজা' ইশরাকের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা আব্বাস

'ভাতিজা' ইশরাকের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন মির্জা আব্বাস

ঢাকা : ২০১৫ সালে নিজে ছিলেন ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী। সেবার মামলার কারণে ছিলেন অনেকটা আ'ত্মগো'পনে। তাই প্রচারণায় নামতে পারেননি। এবার প্রার্থী না হলেও সাবেক সহযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ভাতিজা ইশরাক হোসেনের জন্য মাঠে নেমেছেন বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস। প্রচারণার শুরুর দিকেও ছিলেন ইশরাকের প্রচারণায়। সোমবার সেগুনবাগিচা এলাকায় প্রচারণায় নেমেছেন বিএনপির প্রভাবশালী এই নেতা। 

ভোট চাইছেন ধানের শীষ প্রতীকে। একাদশ সংসদ নির্বাচনে এই এলাকার প্রার্থী হিসেবে প্রচারণায় নেমে হা'মলার মুখে পড়েছিলেন মির্জা আব্বাস। সকালে প্রচারণার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, 'ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান। আমি ঢাকার মেয়র ছিলাম, সাদেক হোসেন খোকা ঢাকার মেয়র ছিলেন। তখন ঢাকার এই পরিণতি ছিল না।' 

মির্জা আব্বাস বলেন, 'তখন ঢাকা একটি গোছালো শহর ছিল। তাই আমি বলব ইশরাক একজন যোগ্য প্রার্থী। আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সিটি করপোরেশন পরিচালনায় আমার যে অভিজ্ঞতা ও সাদেক হোসেন খোকার যে অভিজ্ঞতা তা সমন্বয় করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মাধ্যমে একটি সুন্দর ভাগ্য শহর গড়ে তুলব। ইশরাককে আপনারা সহযোগিতা করবেন, ইশরাককে আপনারা একটি ভোট দেবেন।'

সাবেক এই মন্ত্রী বলেন, 'বিগত ১৩ বছরে ঢাকা শহর যে ধ্বং'সস্তূ'পে পরিণত হয়েছে সেই ধ্বং'সস্তূ'প থেকে উ'দ্ধার করার জন্য বিএনপি থেকে আমরা সাদেক হোসেন খোকার একজন যোগ্য উত্তরসূরি ইশরাক হোসেনকে মনোনয়ন দিয়েছি। ইশরাক যেকোনো প্রার্থী থেকে একজন যোগ্য প্রার্থী। ইনশাল্লাহ ইশরাক হোসেন ঢাকা শহরকে বাসযোগ্য সুন্দর নগরী উপহার দেবেন। আমার অভিজ্ঞতা ও সাদেক হোসেন খোকার অভিজ্ঞতা মিলিয়ে ইশরাক হোসেনকে সৎ পথে পরিচালনা করব।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে