মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০, ০৯:৪৫:৪০

ধর্মীয় অনুভূতিতে আঘা'ত হানে এমন বই থাকবে না বইমেলায় : ডিএমপি কমিশনার

ধর্মীয় অনুভূতিতে আঘা'ত হানে এমন বই থাকবে না বইমেলায় : ডিএমপি কমিশনার

ঢাকা : ধর্মীয় অনুভূতিতে আ'ঘা'ত হানে এমন বই বইমেলায় থাকবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, অমর একুশে বইমেলাকে ঘিরে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ধর্মীয় অনুভূতিতে আ'ঘা'ত হা'নে এমন বই মেলায় থাকবে না। বইপ্রেমীরা বইয়ের ক্ষু'ধা বইমেলা থেকে বই কিনে মেটান। তাদের যাতায়াত নি'র্বি'ঘ্ন করতে সবার সহযোগিতা কামনা করছি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ডিএমপি সদর দফতরে 'অমর একুশে বইমেলা'র নিরা'পত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সমন্বয় সভায় এ কথা বলেন ডিএমপি কমিশনার। প্রতি বছরই অমর একুশে বইমেলার আয়োজন করে বাংলা একাডেমি। ফেব্রুয়ারিজুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলে অমর একুশে বইমেলা। বইমেলা বাংলা একাডেমি আয়োজন করলেও আমরা এর অংশ হয়ে গেছি উল্লেখ করে কমিশনার বলেন, সবাই মিলে চেষ্টা করলে বাঙালির প্রাণের মেলা সফলভাবে শেষ করতে পারব। আপনারা যেকোনো পরিস্থিতিতে পুলিশের সহযোগিতা নেবেন।

বইমেলার নিরা'পত্তা ব্যবস্থা ও ব্যবস্থাপনা সম্পর্কে বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এবারের মেলায় ৫৩৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলায় ৪১১টি প্রতিষ্ঠান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে ১২৭টি প্রতিষ্ঠান মোট ৮৭২টি ইউনিটে বুক স্টল দেবে। এছাড়া বইমেলা প্রাঙ্গণে থাকছে শিশু চত্বর, মসজিদ, টয়লেট ব্যবস্থাপনা, ফুড পার্ক ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। বইমেলায় বই মনিটরিং করতে থাকবে মনিটরিং কমিটি। বইমেলার নিরাপত্তায় ৩০০টির অধিক সিসি ক্যামেরা বসানো হচ্ছে। বাঁশ ও টিন দিয়ে মেলা প্রাঙ্গণ শক্ত করে বেষ্টনী দেয়া হচ্ছে। প্রতিটি বুক স্টলে অগ্নিনির্বাপক যন্ত্র বাধ্যতামূলকভাবে রাখতে প্রকাশকদের বলা হয়েছে। বইমেলা আপনার আমার সবার, আমরা সবার সহযোগিতা চাই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে