নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামকে এবার দেখা গেল ক্রিকেটারের ভূমিকায়।
শুক্রবার সকালে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে আয়োজিত দ্বিতীয় বিভাগের একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আতিকুল। সেখানে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে তিনি এক পর্যায়ে খেলতেও নামেন। এর আগে ভোটের প্রচারে চাওয়ালার ভূমিকায় অবতীর্ণ হয়ে আলোচনায় আসেন তিনি।
মাঠে অন্যরা খেলা শুরু করার কিছুক্ষণ পর গ্লাভস, প্যাড, হেলমেট পরে মাঠে নেমে যান আতিকুল ইসলাম। একজন স্পিনার আতিককে বল করলে তিনি তিনটি বল বাউন্ডারিতে পাঠান। পরে ওই বোলারের বলেই বো'ল্ড হয়ে ফিরে আসেন মাঠের বাইরে।
এরপর তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের যুব সমাজ নানা কারণে ডি'প্রেসনে চলে যাচ্ছে। আমাদের সমাজে এমন কোনো ঘর নাই যেখানে কেউ না কেউ এ সমস্যায় আ'ক্রা'ন্ত। আমরা হয়ত লোকল'জ্জার ভ'য়ে সমাজের সামনে বিষয়টি আনি না। খেলাধুলা থাকলে যুব সমাজ এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাবে বলে আমি মনে করি।’
এ সময় আতিক আরো বলেন, ‘জয়যুক্ত হলে আমি কথা দিতে পারি মাঠগুলোকে অবশ্যই ফিরিয়ে আনব। খুশি হবেন যে আমরা ২৪টি পার্ক এবং মাঠের কাজে হাত দিয়েছি, এসব মাঠের মধ্যে কয়েকটি হবে মাল্টিপারপাস। সেখানে ক্রিকেট ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা করা যাবে।’ এরপর তিনি আশপাশের মানুষের কাছে প্রচারপত্র বিলি করেন এবং নৌকা মার্কায় ভোট চান।