শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ১০:৫৬:০৮

'পাখিরা ভালো থাকলে মানুষ ভালো থাকবে'

'পাখিরা ভালো থাকলে মানুষ ভালো থাকবে'

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার হয়ে গেল দিনব্যাপী পাখি মেলা। এ আয়োজনের গুরুত্ব তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও মেলার আহ্বায়ক কামরুল হাসান বলেন, ‘পাখির মাধ্যমেই আমরা জানতে পারি পরিবেশ কেমন আছে। তারা ভালো থাকলে, পরিবেশ ভালো থাকলে, আমরা ভালো থাকব।’

গতকাল সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে ‘পাখি মেলা-২০২০’ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। মেলার এবারের স্লোগান ‘পাখপাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন’।

উপাচার্য বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাখির অভয়ারণ্য নিরাপদ রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। এ জন্য পাখিবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অনেক জলাশয় লিজমুক্ত রাখা হয়েছে। বিলুপ্তপ্রায় পাখি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।

পাখি মেলার আহ্বায়ক অধ্যাপক ড. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, অধ্যাপক ড. মো. মফিজুল কবির, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েল, পাখি বিশেষজ্ঞ ড. ইনাম আল হক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের (আইইউসিএন) বাংলাদেশ প্রতিনিধি রাকিবুল আমিন প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে