ঢাকা : সিটি নির্বাচনের প্রচারে রাজধানীর গোপীবাগে নির্বাচনী প্রচারণা চলাকালে ঢাকা দক্ষিণ সিটির দুই মেয়রপ্রার্থীর সমর্থকদের মধ্যে সং'ঘর্ষের ঘটনায় বিএনপিপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনেরই দো'ষ রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সেই সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেছেন, ভিডিও ফুটেজে দেখলাম বিএনপিপ্রার্থী নিজেই প্রতিপক্ষের অফিসে লাথি মেরেছেন। এখানে দো'ষ তারই। তারপরও ইসিকে আহ্বান করব ভিডিওফুটেজ বিশ্লেষণ করে সঠিক তদ'ন্তসাপেক্ষে সত্য উদ'ঘাটন করতে।
নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো সং'ঘ'র্ষ বা সং'ঘা'ত হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'রোববারের ওই সং'ঘ'র্ষকে পূঁজি করে বিএনপি বিদেশি রাষ্ট্রদূতদের বোঝাতে চাইছে যে, আ'ক্র'মণটা আওয়ামী লীগের পক্ষ থেকে হয়েছে। কিন্তু ভিডিও ফুটেজ বলছে ভিন্ন কথা। ভিডিও ফুটেজে প্রমাণ হয় না যে আওয়ামী লীগের সমর্থকরা আগে হা'ম'লা করেছে।'
ওবায়দুল কাদের বলেন, ''ঘটনার সঠিক ত'দ'ন্ত করে সত্য উ'দঘা'টন করা উচিত নির্বাচন কমিশনের। প্রকৃত অ'পরা'ধীকে বের করে জাতির সামনে আনা উচিত। এর সঙ্গে যারই জড়িত হোক নির্বাচন কমিশন তাদের বি'রু'দ্ধে ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দে'শ দেয়ার ক্ষমতা রাখে।'' এদিকে, সং'ঘ'র্ষের পর ইশরাক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিএনপির জনপ্রিয়তায় ভী'ত হয়ে আওয়ামী লীগের লোকজন বি'না উস'কা'নিতে হা'ম'লা করেছে।