বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০, ০২:৪৮:৫৯

ইশরাকের প্রচারে গু'লি চালানো সেই যুবককে গ্রেফতার

ইশরাকের প্রচারে গু'লি চালানো সেই যুবককে গ্রেফতার

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের গোপীবাগের প্রচারণায় হেলমেট পরিহিত অবস্থায় গু'লি চা'লানো যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (পূর্ব) বিভাগের একটি টিম।

পুলিশ জানায়, আটক যুবকের নাম আরিফুল ইসলাম (৪৭)। তার বাড়ি বরিশালে। তিনি ছাত্রদলের সাবেক নেতা এবং মেয়র প্রার্থী ইশরাকের পিএস। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনের এসব তথ্য জানান ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।

তিনি জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আরিফুলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পি'স্তল ও ৫০ রাউ'ন্ড গু'লি উদ্ধার করা হয়। গ্রেফতার আরিফুল ওই সময় গুলি করার কথা প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন বলেন, ‘২৬ জানুয়ারি রাজধানীর ওয়ারী থানার গোপীবাগ এলাকায় নির্বাচনের প্রচারকালে সংঘর্ষ' ও গু'লিবর্ষ'ণের ঘটনা ঘটে। ওই ঘটনার পরিপ্রেক্ষিত ওয়ারী থানায় একটি মামলা দায়ের হয়। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগও ছায়া তদন্ত শুরু করে। ওই ঘটনায় নানা ধরনের তথ্যের অবতারণা হয়। যে কারণে ওই ঘটনায় অ'স্ত্রধারীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ।’

আরও জানানো হয়- তদন্তে স্থানীয় সিসিটিভি ফুটেজ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত ভি'ডিও ফুটেজ পর্যালোচনা করা হয়। এক পর্যায়ে গু'লিবর্ষ'ণকারী অ'স্ত্র'ধারীকে শনাক্তে ভি'ডিও ফু'টেজ ও স্থিরচিত্র সংগ্রহ করা হয়। তার মুখমণ্ডল, পরিহিত জামা-কাপড়, জুতা, হেলমেট ইত্যাদি পর্যবেক্ষণ করা এবং গু'লিবর্ষ'ণের কিছুক্ষণ আগে ধারণকৃত স্থিরচিত্রের সঙ্গে হেলমেটবিহীন ছবিতে মিল পাওয়ায় নিশ্চিত হয়ে আরিফুল ইসলামকে শনাক্ত ও গ্রেফতার করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে