ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএসসিসি) ভোটগ্রহণ চলাকালীন প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের বি'রু'দ্ধে বারবার এজেন্টদের বের করে দেওয়ার অভিযো'গ করেছেন বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। তবুও হাল ছাড়েননি অবি'ভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এই জ্যেষ্ঠ ছেলে।
সকাল থেকে বিকাল পর্যন্ত এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে চষে বেড়িয়েছেন ধানের শীষ প্রতীকের এই প্রার্থী। শনিবার সকালে গোপীবাগে নিজের ভোট দিয়ে ইশরাকের এই ভোটকেন্দ্র পরিদর্শন শুরু হয়। এরপর একে একে দক্ষিণ সিটির সেন্ট্রাল উইমেন্স কলেজ, নারিন্দা মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বামীবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, করাতি টোলা সি.এম.এস মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রায়ের বাজার সরকারি প্রথমিক বিদ্যালয়সহ অর্ধশতাধিক কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় বিভিন্ন কেন্দ্রে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইশরাক। এজেন্টদের বরাত দিয়ে তিনি অ'ভিযো'গ করেন, অধিকাংশ কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টকে বের করা দেওয়া হয়েছে। কোথাও মা'রধ'র করে, কোথাও ভ'য়ভী'তি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। এরপর ইশরাক নিজে উপস্থিত থেকে এজেন্টকে আবারও কেন্দ্রে প্রবেশ করান। একই সঙ্গে সকল প্রতি'কূলতা অতি'ক্রম করে শেষ পর্যন্ত ভোটে থাকতে তাদের প্রতি আহ্বান জানান তিনি।
আবার, ইশরাক হোসেন কেন্দ্রে পৌঁছালে ভোটাদের ভোটকেন্দ্রে ভোট দিতে প্রবেশ করতে দেখা যায়। পরিদর্শনের এক পর্যায়ে ইশরাক সাংবাদিকদের বলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন অজুহাতে আমাদের এজেন্টকে বের করে দেয়া হচ্ছে। কোথাও জো'র-জব'রদ'স্তি করে আমাদের এজেন্টকে বের করে দেয়া হচ্ছে। এতকিছুর পরও আমরা নির্বাচনে আছি। আমি শেষ পর্যন্ত নির্বাচনে থাকার অ'ঙ্গী'কার করেছিলাম। সেই কথা রেখেছি।