শনিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২০, ০৬:১১:২০

উত্তরে তাবিথ না পারলেও দক্ষিণে তাপসের সাথে যোগ্য লড়াইয়ে ইশরাক

উত্তরে তাবিথ না পারলেও দক্ষিণে তাপসের সাথে যোগ্য লড়াইয়ে ইশরাক

ঢাকা : ঢাকার দুটি সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম ঢাকার স্থানীয় নির্বাচনে সকল ভোট ইভিএম এ গ্রহণ করা হয়েছে। ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তরের বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণে ইশরাক হোসেন। 

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে তাবিথের চেয়ে অনেক এগিয়ে আছেন ইশরাক। আতিকুলের সাথে মোকাবেলায় অনেক পিছিয়ে পড়েছেন তাবিথ। এখন পর্যন্ত ঢাকা উত্তরের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ২৪১৯৪ ভোট, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ১২২৭৭ ভোট। অর্ধেকেরও বেশি ব্যবধান।

অন্যদিকে, ঢাকা দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ১৫৫১৬ ভোট, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ১১৭৭৬ ভোট। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে উত্তরে তাবিথ না পারলেও দক্ষিণে তাপসের সাথে লড়াইয়ে নিজেকে টিকিয়ে রেখেছেন ইশরাক। উত্তরে তাবিথ ১২ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে থাকলেও দক্ষিণে মাত্র সাড়ে ৪ হাজার ভোট পিছিয়ে ইশরাক। 

শনিবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি মিলনায়তনে ডিএসসিসির ফলাফল ঘোষণা শুরু হয়। এর আগে সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। এবারই প্রথম ঢাকার স্থানীয় নির্বাচনে সকল ভোট ইভিএম এ গ্রহণ করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন এবং নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। উত্তরে মোট ভোটকেন্দ্রে ১ হাজার ৩১৮। মোট সাধারণ ওয়ার্ড ৫৪ ও সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ১৮টি। এ ছাড়াও ভোটকক্ষ রয়েছে ৭৫৪টি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এদের মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩। ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০। সাধারণ ওয়ার্ড ৭৫ ও সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। এ ছাড়াও ভোটকক্ষের সংখ্যা রয়েছে ৮৭৬টি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে