নিউজ ডেস্ক : ঢাকা : ঢাকার দুটি সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম ঢাকার স্থানীয় নির্বাচনে সকল ভোট ইভিএম এ গ্রহণ করা হয়েছে। ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তরের বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণে ইশরাক হোসেন।
এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ঢাকা দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৫৫,২২৪ ভোট, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ২৯৪৬৯ ভোট। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে দক্ষিণে তাপসের সাথে লড়াইয়ে নিজেকে কিছুটা টিকিয়ে রেখেছেন ইশরাক। প্রায় ২৫ হাজার ভোটের ব্যবধানের এগিয়ে রয়েছে তাপস।
শনিবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি মিলনায়তনে ডিএসসিসির ফলাফল ঘোষণা শুরু হয়। এর আগে সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। এবারই প্রথম ঢাকার স্থানীয় নির্বাচনে সকল ভোট ইভিএম এ গ্রহণ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এদের মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩। ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০। সাধারণ ওয়ার্ড ৭৫ ও সংরক্ষিত ওয়ার্ড ২৫টি। এ ছাড়াও ভোটকক্ষের সংখ্যা রয়েছে ৮৭৬টি।