ঢাকা : ঢাকা : ঢাকার দুটি সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম ঢাকার স্থানীয় নির্বাচনে সকল ভোট ইভিএম এ গ্রহণ করা হয়েছে। ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তরের বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণে ইশরাক হোসেন।
৪৬ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল পর্যন্ত আতিকুলের সাথে মোকাবেলায় অনেক পিছিয়ে পড়েছেন তাবিথ। ঢাকা উত্তরের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছিল ২৪,১৯৪ ভোট, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছিল ১২২৭৭ ভোট। সেই সময় অর্ধেকেরও বেশি ব্যবধান থাকলে সর্বশেষ ৯৬ কেন্দ্রের ফলাফল শেষে লড়াইয়ে ই'ঙ্গিত দিলেন তাবিথ আউয়াল।
এখন পর্যন্ত ৯৬ কেন্দ্রের ফলাফলে ঢাকা উত্তরের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ৩৩,১০২ ভোট, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ২১,৮৪৬ ভোট। ভোটের ব্যবধান মাত্র ১২ হাজার। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী শেখ ফজলে বারী মাসউদ ১০৫১ ভোট পেয়েছেন।