ঢাকা : ঢাকার দুটি সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম ঢাকার স্থানীয় নির্বাচনে সকল ভোট ইভিএম এ গ্রহণ করা হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের উত্তরে প্রার্থী আতিকুল ইসলাম ও দক্ষিণে শেখ ফজলে নূর তাপস এবং উত্তরের বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণে ইশরাক হোসেন।
এখন পর্যন্ত প্রাপ্ত ৯৭৯ কেন্দ্রের ফলাফলে ঢাকা দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩,৬৫,০৩২ ভোট এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ১,৯৭,৭৭৫ ভোট। অন্যদিকে ৪৭৫ কেন্দ্রের ফলাফলে ঢাকা উত্তরের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছিলেন ১,৬৪,৮১৯ ভোট, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছিলেন ৯৪,৭৬৫ ভোট।
শনিবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি মিলনায়তনে ডিএসসিসির ফলাফল ঘোষণা শুরু হয়। এর আগে সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। এবারই প্রথম ঢাকার স্থানীয় নির্বাচনে সকল ভোট ইভিএম এ গ্রহণ করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন।