রবিবার, ০২ ফেব্রুয়ারী, ২০২০, ১২:১৩:২৬

দক্ষিণ সিটি নির্বাচনে হেরে যা বললেন ইশরাক হোসেন

দক্ষিণ সিটি নির্বাচনে হেরে যা বললেন ইশরাক হোসেন

ঢাকা : বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন অভিযোগ করেছেন, দক্ষিণ সিটি নির্বাচনে কারচুপির হয়েছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমরা ৮০ শতাংশেরও বেশি ভোট পেতাম। শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতেই রাজধানীর গোপীবাগে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন সাধারণ ভোটারদের ফিংগারপ্রিন্ট নেয়ার পর তাদের ভোট আওয়ামী লীগের কর্মীরা দিয়েছেন। আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। এ সরকারের নৈতিক পরাজয় হয়েছে বলেও মন্তব্য করেন ইশরাক।

তিনি আরো বলেন, আজ ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সরকার অপকৌশল সৃষ্টি করে একটি জালিয়াতির নির্বাচন করেছে। এত বড় ঐতিহাসিক দল, তাদের নির্বাচনে জিততে হলে এ ধরনের কৌশল অবলম্বন করতে হয়! এভাবে বেশি দিন লাভ হবে না। শেষমেশ জনগণেরই বিজয় হবে।

ইশরাক বলেন, আমি কোনও অভিযোগ দিচ্ছি না। আমি বাস্তবতা তুলে ধরেছি। প্রিন্ট, ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন নির্বাচনে কী হয়েছে। ভোট প্রত্যাখ্যান করার বিষয়টি দলীয় সিদ্ধান্তের বিষয়। দল যা সিদ্ধান্ত নেবে, আমি মেনে নেবো।

ভোট কাস্টিংয়ের হার প্রসঙ্গে ইশরাক বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সব রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে ফেলা হয়েছে। অনেক প্রিজাইডিং অফিসারও আমাদের পেছনে পেছনে ঘুরেছেন। তারা বলেছেন, তাদের হাত-পা বাঁধা। আমরা কী করবো?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে