রবিবার, ০২ ফেব্রুয়ারী, ২০২০, ১২:৪৩:৩৩

দেখে নিন, শেষ মুহুর্তে নির্বাচনের ফলাফলে কে কত ভোট পেলেন!

দেখে নিন, শেষ মুহুর্তে নির্বাচনের ফলাফলে কে কত ভোট পেলেন!

ঢাকা : ঢাকার দুটি সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম ঢাকার স্থানীয় নির্বাচনে সকল ভোট ইভিএম এ গ্রহণ করা হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের উত্তরে প্রার্থী আতিকুল ইসলাম ও দক্ষিণে শেখ ফজলে নূর তাপস এবং উত্তরের বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণে ইশরাক হোসেন। 

এখন চলছে শেষ পর্যায়ের ভোট গণণা। ঢাকা দক্ষিণে ১,১৫০ ভোট কেন্দ্রের মধ্য ১০৭৫ কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে। সেই ফলাফলে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩,৯৯,৬৭৫ ভোট এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন ২১৯০২৭ ভোট। শেষ পর্যায়ে দক্ষিণ সিটিতে ফলাফল ঘোষণায় বাকি আছে আর মাত্র ৭৫টি কেন্দ্র। 

অন্যদিকে ঢাকা উত্তরে ১,৩১৮ ভোট কেন্দ্রের মধ্য এখনও পর্যন্ত ৮১১ কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে। এই ৮১১ কেন্দ্রের ফলাফলে ঢাকা উত্তরের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছিলেন ২,৫৯,৯৮৫ ভোট, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছিলেন ১,৫৯,৩৬১ ভোট।

শনিবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি মিলনায়তনে ডিএসসিসির ফলাফল ঘোষণা শুরু হয়। এর আগে সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। এবারই প্রথম ঢাকার স্থানীয় নির্বাচনে সকল ভোট ইভিএম এ গ্রহণ করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে