ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার রাতে দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে সবচেয়ে বড় পরিসরে ইলেক্টনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে দিনভর ভোটগ্রহণ শেষে চলে ফলাফল ঘোষণা। শনিবার রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত বেসরকারিভাবে ঢাকা দক্ষিণে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা-
ওয়ার্ড নং-৫ চিত্তরঞ্জন দাস (আওয়ামী লীগ), ওয়ার্ড নং- ৬ সিরাজুল ইসলাম বাপ্পী (আওয়ামী লীগ), ওয়ার্ড নং-৭ শামসুল হুদা, ওয়ার্ড নং-১১ মির্জা শরীফ (বিএনপি), ওয়ার্ড নং-১৬ নাসিম আহমেদ, ওয়ার্ড নং-২২ জিন্নাত আলী (আওয়ামী লীগ), ওয়ার্ড নং-২৩ মকবুল হোসেন, ওয়ার্ড নং-২৪ মোকাদ্দেস হোসেন জাহিদ, ওয়ার্ড নং-২৬ হাসিবুর রহমান, ওয়ার্ড নং-২৮ কামালউদ্দিন কাবুল, ওয়ার্ড নং-২৯ জাহাঙ্গীর আলম, ওয়ার্ড নং-৩০ এরফান সেলিম।
ওয়ার্ড নং-৩১ শেখ মোহাম্মদ আলমগীর (আওয়ামী লীগ), ওয়ার্ড নং-৩২ মোহাম্মদ আব্দুল মান্নান, ওয়ার্ড নং-৩৩ মোহাম্মদ আওয়াল হোসেন, ওয়ার্ড নং-৩৪ মোহাম্মদ মামুন, ওয়ার্ড নং-৩৮ আহমেদ ইমতিয়াজ মান্নাফি, ওয়ার্ড নং-৩৯ রোকন উদ্দিন আহমেদ (আওয়ামী লীগ), ওয়ার্ড নং-৪০ আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ)।
ওয়ার্ড নং-৪১ সরোয়ার হোসেন আলো, ওয়ার্ড নং-৪২ মোহাম্মদ সেলিম, ওয়ার্ড নং-৪৪ মোহাম্মদ নিজামুদ্দিন
ওয়ার্ড নং-৪৯ বাদল সর্দার (বিএনপি), ওয়ার্ড নং-৫৩ মীর হোসেন মীরু (বিএনপি), ওয়ার্ড নং-৬৪ মাকসুদুর রহমান মোল্লা, সংরক্ষিত মহিলা আসন-১৪ (ওয়ার্ড-৩৩, ৪০, ৪৯) লাভলী চৌধুরী।