রবিবার, ০২ ফেব্রুয়ারী, ২০২০, ১০:২০:১৬

বিএনপির ডাকা হরতালে রাস্তায় যানচলাচল স্বাভাবিক

বিএনপির ডাকা হরতালে রাস্তায় যানচলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক : ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে এই হরতাল ডাকা হয়েছে। সকাল থেকে রাজধানীর কোথাও হরতালের পক্ষে পিকেটিং বা মিছিলের খবর পাওয়া যায়নি। রাস্তায় স্বাভাবিক ভাবেই চলাচল করছে গণপরিবহন।

শনিবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে ডাকা সংবাদ সম্মেলনে করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিটি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে এনে ফলাফল প্রত্যাখ্যান করেন। তিনি ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ওষুধ ও খাবারের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।
বিএনপির ডাকা হরতালকে সমর্থন করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারাও।

এদিকে হরতালে যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে  নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া বিএনপি ডাকা হরতাল কঠোরভাবে দমন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ৷ পাশাপাশি হরতালে রাস্তায় গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে