নিউজ ডেস্ক : আবারও আ'গু'ন। দিন শুরু হতে না হতেই দ্বিতীয়বার আ'গুন লাগার ঘটনার ঘটে গেল। এবার ভ'য়াব'হ আ'গুন লেগেছে রাজধানী ঢাকার কুড়িলে। কুড়িলের একড়ি বাড়ি ও রিকশার গ্যারেজে আ'গুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের সদস্যরা আ'গুন নিয়ন্ত্রণে কাজ করছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল পৌনে এগারোটায় এই আ'গুন লাগে।
এর আগে, সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর পাঁচটায় আ'গুন ছ'ড়িয়ে পড়ে চট্টগ্রাম শহরের মাঝিরহাট বস্তিতে। ফায়ার সার্ভিসের ১৪টি গাড়ির একটানা চেষ্টায় সকাল সাড়ে ছয়টার দিকে আ'গুন নিয়'ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ জানান, ভোর পাঁচটার দিকে অ'গ্নিকাণ্ডে'র খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আ'গুন নিয়ন্ত্রণে আনা হয়। আ'গুনে ওই বস্তির অধিকাংশ কাঁচা বসতঘর পু'ড়ে গেছে। কীভাবে আ'গুনের সূত্রপাত হয়েছে সেটি জানাতে পারেননি তিনি। এছাড়া ক্ষ'য়ক্ষ'তির পরিমাণ কত তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।