সোমবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২০, ০৮:০৮:২৭

নিজের পোস্টার নিজেই অপসারণ করলেন মেয়র আতিক

নিজের পোস্টার নিজেই অপসারণ করলেন মেয়র আতিক

ঢাকা : সিটি নির্বাচন উপলক্ষে মহানগরীতে সাঁটানো পোস্টার নিজেই অপসারণ করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। এসময় তিনি তার নিজের পোস্টার নিজেই অপসারণ করেন।

সোমবার বিকালে রাজধানীর বনানীর ১৪ নম্বর রোডে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের পোস্টার অপসারণ কাজ শুরু করেন তিনি। সিটি নির্বাচনে যত পোস্টার লাগানো হয়েছিল, তা করপোরেশনের পক্ষ থেকে নামিয়ে ফেলা হচ্ছে। নির্বাচিত হওয়ার পরই ৩ দিনের মধ্যে নগরীর অলি গলির সব পোস্টার নামিয়ে ফেলার ঘোষণা দেয়া হয়েছিল।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপানা কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, আজ থেকে আমাদের বর্জ্য অপসারণ কর্যক্রম শুরু হয়েছে। সব পোস্টার অপসারণে ৮ থেকে ১০ দিন সময় লাগবে। এবার অনেক বেশি পোস্টার লাগানো হয়েছে। এগুলো অপসারণে আমাদের বিশেষ কোনো টিম নেই। পরিচ্ছন্নকর্মীরা তাদের নিয়মিত কাজের পাশাপাশি পোস্টার অপসারণ করবেন। এ জন‌্য একটু সময় লাগবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে