ঢাকা : এবার ভাষার শালীনতা ছাড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। 'ভারতপ্রীতি বা ভারতপন্থী' বাংলাদেশিদের 'কুলা'ঙ্গার' বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, আপনার মাকে কেউ অপ'মান করলে কী করবেন? প্রতি'বাদ করবেন, রু'খে দাঁড়াবেন। কে অপ'মান করল, সে কোন ধ'র্মের, কোন জাতির বা তার কী পরিচয়, কিছুই বিবে'চনায় আনবেন না। দেশপ্রেম থাকলে আপনার দেশকে অপ'মান করলেও এভাবে প্রতিক্রিয়া দেখানোর কথা। কে অপ'মান করল এটি তখন বিবেচনার বিষয় হবে না।
ঢাবির এ অধ্যাপক বলেন, ''কিন্তু এ দেশে কিছু কুলা'ঙ্গারের কাছে সেটি বিবে'চনার বিষয়। ভারতের খেলোয়াড় আমাদের পতাকা টেনে ছিঁড়েছে, এটি তাদের কাছে প্রতি'বাদের বিষয় না। সীমান্ত হ'ত্যা রু'খে দাঁড়ানোর বিষয় না। দেশের সম্পদ আর স্বার্থে ভারতের দা'প'ট প্র'তিরো'ধ করার বিষয় না। দেশপ্রেম আর আত্ম'মর্যাদা হা'রিয়ে ফেলা এ ন'ষ্ট মানুষদের জন্য ধি'ক্কার। দেশপ্রেম না, তাদের হৃদয় ঠা'সা ভারতপ্রীতিতে বা ভারতভী'তিতে।''