নরসিংদী: নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃ'ত সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর ফার্মগেটের বাসায় অভি'যান চালিয়েছে র্যাব। এ সময় সেখান থেকে বিদেশি অ'স্ত্র, ম্যা'গজিন, গু'লিসহ বিপুল পরিমাণ টাকা উদ্ধা'র করা হয়।
আজ রোববার র্যাবের লিগ্যা'ল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চি'ত করেন।
সারোয়ার বিন কাশেম জানান, র্যাব-১-এর একটি বিশেষ দল অভি'যান চা'লায় পাপিয়া-সুমন দম্পতির বাসায়। এ সময় বাসা থেকে বিদেশি অ'স্ত্র, ম্যা'গজিন, গু'লি, বিদেশি ম'দ ও বিপু'ল পরিমাণ অবৈ'ধ টাকা উদ্ধা'র করা হয়।
এর আগে গতকাল শনিবার পা'লিয়ে দেশত্যা'গের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শামিমা নূর পাপিয়া (২৮) এবং তার স্বামী ও অপরাধের সহযো'গী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯), ও শেখ তায়্যিবাকে (২২) গ্রেপ্তা'র করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার টাকা মূল্যের জা'লনোট, ৬০০ ভারতীয় রুপি ৩১০, ৪২০ শ্রীলঙ্কান মুদ্রা, ১১ হাজার ইউএস ডলার এবং সাতটি মোবাইল ফোন জ'ব্দ করা হয়।
গতকাল সন্ধ্যায় কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ বুলবুল।