নিউজ ডেস্ক : যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়া সহ গ্রে’ফতারকৃত তার চার সহযোগী তিন মা’মলায় পাঁচ দিন করে ১৫ দিনের রি’মান্ডে নিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে আসছে অনেক প্রভাবশালীর নাম। ইতিমধ্যে পাপিয়ার ঢাকার বাসা এবং অফিস ও তার নরসিংদীর বাড়ি থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ আ’লামত সংগ্রহ করেছে। এর কিছু তথ্য ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মামলার ত’দন্ত নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে র্যাব। প্রাথমিক জি’জ্ঞাসাবাদেই আমরা বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তবে আমাদের বিশ্বাস রি’মান্ডে নিয়ে জি’জ্ঞাসাবাদে আরও অনেক তথ্য পাওয়া যাবে।
তিনি আরও বলেন, পাপিয়ার উ’ত্থানের পিছনে কাদের ভূমিকা ছিল- কারা পাপিয়া গংদের কাছ থেকে নিয়মিত সুবিধা নিতেন তাদের প্রত্যেকের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আমরা প্রত্যেকটি তথ্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। সে যেই হোক না কেন তাকে আ’ইনের আওতা’য় নেওয়া হবে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, পাপিয়া মুসলিম ধ’র্মের অনুসারী হলেও তার নিয়মিত যাতায়াত ছিল কালী মন্দিরে। এর বাইরেও তিনি শিব লি’ঙ্গের পূজা করতেন। পাপিয়ার এক হাতে কাবার ছবি, অন্য হাতে মন্দিরের ছবি আঁকা রয়েছে।