বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০, ১০:২০:৩৪

কেরানীগঞ্জে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করলেন আল্লামা আহমদ শফী

কেরানীগঞ্জে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করলেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থানাধীন মোহাম্মাদপুরের অদূরেই কলাতিয়া জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ার ক্যাম্পাসে নির্মাণ হচ্ছে ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে ও একই নামে একটি নতুন মসজিদ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী।

ভারতে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরআরএস-এর কর্মীদের হাতে নির্মমভাবে ধ্বংস হয় ঐতিহাসিক বাবরি মসজিদ। সে মসজিদের আদলেই ঢাকার কলাতিয়া জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ায়র ক্যাম্পাসে নির্মাণ করা হবে এ মসজিদ। মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন আল্লামা আহমদ শফী।

মাওলানা মামুনুল হক পরিচালিত জামিয়াতুত তারবিয়া আল-ইসলামিয়ার ক্যাম্পাসে সকাল ৯ টায় অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের নামেই এ মসজিদের নামকরণ করা হয়।

মসজিদের উদ্বোধন উপলক্ষ্য জামিয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে মাদরাসার চত্বরে এক বিশাল ইসলামী মহাসম্মেলনেরও আয়োজন ছিল। এ আয়োজনে প্রধান অতিথিও ছিলেন আল্লামা শাহ আহমদ শফী।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক, মুফতি আবুল হাসান মুহাম্মদ আবদুল্লাহ, মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ, দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান।

বাবরি মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী। এছাড়া মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা খোরশেদ আলম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা কেফায়াতুল্লাহ আযহারি, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজি, মাওলানা হামেদ জাহিরি, মাওলানা আবদুল বাসেত খান প্রমুখ আলোচনা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে