নিউজ ডেস্ক : বাংলাদেশে দিন দিন ক'রো'নাভা'ইরা'সের সং'ক্রম'ণ বে'ড়ে যাওয়ায় প্রা'ণঘা'তী এই ভাই'রা'স মো'কা'বেলায় ক'ঠোর অবস্থানে যাচ্ছে সরকার। বিদেশ থেকে যাঁরা দেশে ফিরে আসবেন, বিমানবন্দরে তাঁদের প্রত্যেকের হাতে সি'ল মে'রে দে'ওয়া হবে। বিদেশ থেকে আসার পর ১৪ দিন হো'ম কো'য়ারে'ন্টি'নে না থেকে যদি প্রবাসী কেউ বাইরে ঘো'রাফে'রা করেন, তাহলে তাঁদের শা'স্তি দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এসব সি'দ্ধা'ন্ত হয়েছে। রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভায় বেশ কয়েকজন মন্ত্রী ক'রো'নাভাইরা'স ঠে'কাতে শাট'ডা'উন বা বি'চ্ছি'ন্ন করে দেওয়ার প্র'স্তা'ব করলেও তা না'ক'চ করে দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেছেন, করো'নাভাইরা'স প্র'তিরো'ধ করে একসঙ্গে কাজ করব। তা ছাড়া বাংলাদেশকে যদি বি'চ্ছি'ন্ন ঘো'ষণা করা হয়, তাহলে গ্রামাঞ্চলে অসংখ্য পরিবারে খাবারের সম'স্যা হবে। আমদানি-রপ্তানিতে বড় ধ'র'নের সম'স্যা হবে। তাই এখনই শা'টডাউন নয় বলে সা'ফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী।
গতকালের সভায় সি'দ্ধা'ন্ত হয়েছে—প্রবাসী বাংলাদেশি বিমানবন্দরে না'মলেই তাঁর হাতে সি'ল মে'রে দেওয়া হবে। যেটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশেও দেওয়া শুরু হয়েছে। যাতে হাতে সি'ল মা'রা দেখলেই মানুষ স'ত'র্ক হতে পারে। ওই ব্যক্তির তো হো'ম কো'য়ারে'ন্টিনে থাকা'র কথা। তা ছাড়া আইন-শৃ'ঙ্খ'লা র'ক্ষাকা'রী বাহিনীর সদস্যদেরও চি'নতে সুবিধা হবে। যাঁরা নির্দে'শ মা'নবে'ন না তাঁদের শা'স্তির মু'খোমু'খি হতে হবে।
এনইসি সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, ক'রো'নাভা'ইরা'স নিয়ে সভায় এক ঘণ্টারও বেশি সময় আলো'চনা হয়েছে। তিনি বলেন, কভিড-১৯ শুধু বাংলাদেশের সম'স্যা নয়; এটি বৈ'শ্বিক স'ম'স্যা। ক'রোনা'ভাই'রা'স মো'কা'বে'লায় নিজেদের প্র'তিরো'ধ গড়ে তু'লতে হবে। জনগণের সুর'ক্ষা দেওয়া আমাদের দায়ি'ত্ব। '