নিউজ ডেস্ক : করোনা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডে হোটেল, রেস্টুরেন্ট, চায়ের দোকান, বেকারি, কনফেকশনারি, চটপটি ও ফুচকার দোকান এবং ছোট-বড় সকল প্রকার খাবারের দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো: সাইফুল ইসলাম মাদবর এবং কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ এ কি এম মশিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
তবে সেখানে জানানো হয়, ‘হাসপাতাল, ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্য সেবা, ওষুধের দোকান, ব্যাংক-এটিএম, ফলের দোকান, মুদি দোকান, কাঁচা বাজার যেমন- শাকসবজি, কাঁচা তরকারী, মাছ-মাংসের দোকান, হার্ডওয়্যার, স্টেশনারী, মোবাইল ও ফ্লেক্সিলোডের দোকান এবং শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকবে।