শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ১২:৪১:১৮

করোনা প্রতিরো'ধে মাঠে সেই ডেইজি সারোয়ার

করোনা প্রতিরো'ধে মাঠে সেই ডেইজি সারোয়ার

নিউজ ডেস্ক : করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরিতে ডাক্তার ও মাস্ক নিয়ে রাজপথে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র আলেয়ার সারোয়ার ডিইজি। তিনি বিগত সময়ে ডেঙ্গু-চিকুনগুনিয়া ও নির্বাচনি প্রচারণায় ব্যতিক্রমী কার্যক্রম করতে গিয়ে আলোচনা ও সমালোচনার মুখে পড়েন।

সংরক্ষিত আসন ছেড়ে গত সিটি নির্বাচনে সাধারণ আসনে প্রার্থী হয়েছিলেন তিনি। ডিএনসিসির ৩১ নম্বর ওয়ার্ডে নির্বাচন করে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত শফিকুল ইসলাম সেন্টুর কাছে পরাজিত হন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় চিকিৎসক ও বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়ে মাস্ক বিতরণ করেন তিনি। এসময় তাকে বিভিন্ন স্থানে হ্যান্ড মাইকের মাধ্যমে সচেতনতা মূলক বক্তব্য দিতে দেখা গেছে। গত কয়েকদিন ধরে তিনি এ কাজ অব্যাহত রেখেছেন।

ডেইজি বলেন, নির্বাচনে হারলেও আমি নাগরিকদের পাশে রয়েছি। জনগণ আমাকে ভোট দেওয়ার সুযোগ পায়নি। আমি মনে করি জাতির এই দুর্দিনে ঘরে বসে থাকলে চলবে না। সবাইকে সচেতন হতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে