শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ০৬:২৯:৫৩

বাড়িওয়ালা ঝামেলা করলে বিদ্যুৎ-গ্যাস বিচ্ছিন্ন করা হবে : আতিকুল ইসলাম

বাড়িওয়ালা ঝামেলা করলে বিদ্যুৎ-গ্যাস বিচ্ছিন্ন করা হবে : আতিকুল ইসলাম

নিউজ ডেস্ক : চিকিৎসক-নার্সসহ জরুরি সেবাদানকারীরা বাড়ি মালিকের দ্বারা হয়রানির শি'কার হলে সিটি করপোরেশনে অ'ভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটির নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

আজ শুক্রবার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, যারা এই জরুরি পরিস্থিতিতে মানুষের সেবা করে যাচ্ছেন, চিকিৎসক-নার্সদের তো জায়গা দিতেই হবে। এ সময় যারা অন্যান্য সমাজসেবামূলক কাজে সংশ্লিষ্ট আছেন, তাদেরও সহযোগিতা করছে না। আমাদের সঙ্গে বিডিক্লিনের কিছু যুবক-তরুণ কাজ করে। তাদের বাড়িওয়ালারা নাকি রাতে বাসায় গেলে ঝা'মেলা করে।

তিনি বলেন, যারা এ ধরনের কাজ করছেন তাদের ব্যাপারে সিটি করপোরেশনে অ'ভিযোগ জানাতে পারবেন ভুক্তভোগীরা। প্রয়োজনে বাড়ি মালিকদের তালিকা তৈরি করা হবে। হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে দেব। তাদের বাড়ি থেকে কোনো ময়লা অপসারণ করা হবে না। আমি প্রয়োজনে তিতাস, ডিপিডিসি, ডেসকোর সঙ্গে কথা বলব। তাদের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ যেন বিচ্ছিন্ন করে দেয় বলে জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে