সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ০৮:৩২:৪৩

ব্যক্তিগত অর্থায়নে ৩ হাজার হতদরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী দিলেন চিত্তরঞ্জন

ব্যক্তিগত অর্থায়নে ৩ হাজার হতদরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী দিলেন চিত্তরঞ্জন

ঢাকা : করোনা মহামা'রীতে কর্মহীন হয়ে পড়া ৩ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস। এছাড়া ২৬ মার্চ থেকে প্রধানমন্ত্রী নির্দে'শনায় সাবের হোসেন চৌধুরীর পক্ষ থেকেও ত্রাণ সামগ্রী বিতরণ করছেন তিনি।

চিত্তরঞ্জন দাস বলেন, ''প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দে'শনায় অসহায় মানুষের পাশে আছি, পাশে থাকবো। কারণ অদৃশ্য এই ভাইরাস মো'কাবেলার এই মুহুর্তে সবাইকে সবার তরে এগিয়ে আসতে হবে। যেমনটি ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানের সাড়া দিয়ে দেশের বিত্তশা'লীগন এগিয়ে এসেছেন। ভবিষ্যতেও সরকারের পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে মানুষের জন্য এগিয়ে আসতে হবে।''

তিনি বলেন, সবাই জানেন অতি সম্প্রতি আবিষ্কৃত হওয়া করোনা একটি বৈশ্বিক দুর্যো'গ। পৃথিবীর অধিকাংশ দেশই এখন এই ভাইরাসে আক্রা'ন্ত। এই রোগটি থেকে মুক্তি পেতে হলে আমাদের দৈনন্দিন আচরণ ও চলাফেরাতে পরিবর্তন আনতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া কারোরই উচিত হবে না। মনে রাখতে হবে আমরা যে কেউ যেকোনো সময় এই রোগে আক্রা'ন্ত হতে পারি। কারণ আমরা সবাই এখন এই রোগের ঝুঁ'কিতে রয়েছি। তাই প্রয়োজন সচেতনতা ও সত'র্কতা। 

তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিকিৎসক ও সর্বস্তরের মানুষকেই এই বিষয়ে সচেতন করছেন। শুধু নিজে সত'র্ক থাকলেই চলবে না। সবাইকেই সচেতন থাকতে হবে। গু'জব থেকে সাবধান থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো গু'জবে কান দেবেন না। গু'জব ছড়ানোটা বিভ্রা'ন্তিকর ও অ'পরা'ধও। তাই গু'জবে কান দেন দেবেন না, আ'ত'ঙ্কিত হবেন না। নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন হতে বলুন।

চিত্তরঞ্জন দাস বলেন, করোনার প্রাদু'র্ভাবকালীন সময়ে এই দেশের অনেক ভিন্ন মতাদর্শের রাজনৈতিক ব্যক্তিরা অনেক বিভ্রা'ন্তিমূলক কথা বললেও আজকে তারাই জননেত্রী শেখ হাসিনার উপর আস্তা রাখছে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক উদ্যোগ গ্রহণ করেছেন। মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য বিভিন্ন বিধান প্রবর্তিত হয়েছে। আমাদের সজাগ থাকতে হবে কারণ মানুষ র'ক্ষা না হলে কোনো কিছুরই প্রয়োজন হবে না।

এসময় তিনি জানান, সাংসদ সাবের হোসেন চৌধুরীর পক্ষ থেকে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা ছাড়াও মাননীয় সাংসদের সহায়তায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিন ২০০০ হতদরিদ্র মানুষকে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে