ঢাকা : ঢাকার কেরানীগঞ্জে শনিবার মসজিদের মোয়াজ্জেমসহ নতুন করে আরো পাঁচজনের করোনা ভাইরাস পরীক্ষার রেজাল্ট পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রা'ন্তের সংখ্যা দাঁড়াল ৮৩। আজ রাতে বিষয়টি নি'শ্চিত করেন কেরানীগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন দিগন্ত।
মীর মোবারক হোসেন দিগন্ত আরো জানান, শনিবার নতুন করে আরো পাঁচজনের করোনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ এসেছে। এদের মধ্যে তিনজনই আগানগর ইউনিয়নের বাসিন্দা। একজন (৫০) বছরের মহিলা, (২৬) বছর বয়সী পূর্ব আগানগর এলাকার একটি মসজিদের মোয়াজ্জেম, ইস্পাহানী এলাকার ৪০ বছর বয়সী অপর আরেক মহিলা রয়েছেন। বাকি দুজনের মধ্যে একজন রুহিতপুর বাজারের বাসিন্দা তার বয়স আনুমানিক (৪৮) অপরজন কালিন্দী ইউনিয়নের বরিশুর এলাকার বাসিন্দা। তার বয়স আনুমানিক (৫০)।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কমকর্তা অমিত দেবনাথ বলেন, এ পর্যন্ত কেরানীগঞ্জে ৮৩ জন করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়েছে। প্রথম দিকের আক্রা'ন্তদের মধ্যে ৪ জন সুস্থ হয়েছেন। সর্বোচ্চ সত'র্কতা ছাড়া করোনা প্রতিরো'ধ করা সম্ভব নয়। আপনারা সবাই সচেতন হন ঘরে থাকুন। নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন।