নিউজ ডেস্ক : শাটার ব'ন্ধ করে চুল-দাড়ি কাটার সময় রাজধানীর নয়াপল্টনে একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বি'স্ফো'রণ ঘটেছে। এতে দুইজন নিহ'ত হয়েছে। নিহ'তরা হলেন, চুল কাটাতে যাওয়া রাসেল (২৮) ও পথচারী শাহ আলম (৫০)। পল্টন থানার উপ-পরিদশর্ক (এসআই) কাজী আশরাফুল হক শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পল্টন থানার অপজিটে ৪৪নং স্টাইল জোন সেলুনের মালিক কালাম (৪০) বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে দোকানের শাটার ব'ন্ধ করে ভেতরে রাসেল নামে যুবকের চুল-দাড়ি কাটছিলেন। তখন দোকানের ভেতরের এসি বি'কট শব্দের বি'স্ফোরি'ত হয়। এতে এক পথচারী এবং তারা দুইজন দ'গ্ধ হন।
পরে খবর পেয়ে তাদের উ'দ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের তিনজনের অবস্থায়ই আ'শঙ্কা'জনক ছিল। এরপর শুক্রবার (১ মে) দিবাগত রাতে রাসেলের মৃ'ত্যু হয়। আর শনিবার (২ মে) দুপুরে মা'রা যান পথচারী শাহ আলম। তাদের শরীরের প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ দগ্ধ ছিল বলে জানান উপ-পরিদশর্ক (এসআই) কাজী আশরাফুল হক।