নিউজ ডেস্ক : প্রখ্যাত ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান এবং হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক কমিটির সভাপতি সদস্য প্রফেসর ডা. মনিলাল আইচ লিটু।
তিনি আরও বলেন, মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা ভালো না। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তিনি চোখেও ঠিকমতো দেখতে পাচ্ছেন না। তার অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে। তাকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
জানা যায়, সোমবার মুগদা হাসপাতালে মুনতাসীর মামুনের করোনা টেস্ট করা হবে। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল। এর আগে রবিবার সন্ধ্যায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মুগদা হাসপাতালে ভর্তি হন অধ্যাপক মুনতাসীর মামুন।