রবিবার, ১০ মে, ২০২০, ১১:২৭:১৪

তিন মাসের বাড়ি-দোকান ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন

তিন মাসের বাড়ি-দোকান ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের কারণে সৃষ্ট প'রিস্থিতিতে তিন মাসের বাড়ি ও দোকান ভাড়াসহ অন্যান্য বিল মওকুফের দাবিতে মানববন্ধন করেছে ভাড়াটিয়া পরিষদ। এপ্রিল, মে ও জুন মাসের ভাড়াসহ অন্যান্য ইউটিলিটি বিল বিদ্যুৎ, পানি, গ্যাস এবং ট্যাক্স মওকুফের জন্য আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

আয়োজক সংগঠনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, আদর্শ নাগরিক আন্দোলনের সভাপতি মো. মাহমুদুল হাসান, অ্যাডভোকেট আবেদ রেজা, এস এম আনিসুর রহমান খোকন, আয়োজক সংগঠনের নেতা মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ জামাল শিকদার, মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনা বিশ্বব্যাপী মহামা'রি আকার ধারণ করেছে। বাংলাদেশের অবস্থাও নাজুক। এমন প'রিস্থি'তিতে ভাড়াটিয়ারা এক দুর্বিষহ জীবনযাপন করছেন। এমনকি এরই মধ্যে ভাড়াটিয়াদের বাড়ি ও দোকান ভাড়ার জন্য চাপ দিয়ে নানা হয়রা'নি করছেন এবং বাড়ি ছেড়ে দেয়ার হু'মকিও দিচ্ছেন বাড়ির মালিকরা।

বক্তারা আরো বলেন, করোনা পরি'স্থিতির জন্য লকডাউন হওয়ায় মানুষ কাজকর্ম করতে পারছে না। এমন অবস্থায় রাজধানীসহ সারা দেশে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। শ্রমিকরা আজ কর্মহীন হয়ে পড়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে