কেরানীগঞ্জ (ঢাকা) : করোনার উপসর্গ নিয়ে না ফেরার দেশে চলে গেলেন কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজি নুর ইসলাম বাচ্চু নুর। মৃ'ত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি দুই মেয়ে স্ত্রী, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবার নাম মৃ'ত আব্দুস সামাদ। বাড়ি কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের চড়াইল ক্লাব এলাকায়।
আজ সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ জোহর চড়াইল মাঠে মরহুমের জা'নাজা শেষে ইমামবাড়ি কবরস্থানে তার দাফ'ন সম্পন্ন করা হয়। তার মৃ'ত্যুতে শোক প্রকাশ করেছেন বিদ্যুৎ-জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-৩ আসনের এমপি নসরুল হামিদ বিপু, ঢাকা-২ এর সাংসদ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শহীন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথসহ অনেক সংগঠন।
মরহুম বাচ্চু নুরের ছোট ভাই মো. জুনায়েদ হোসেন জানান, বাচ্চু ভাই একজন খুব ভালো লোক ছিলেন। দেশের প'রিস্থিতির কারণে মসজিদ বন্ধ থাকায় তিনি বাড়ির ছাদে তারাবির নামাজ আদায় করতেন। গত শনিবার থেকে ভাই ঠান্ডা ও শ্বাসকষ্ট অনুভব করছিলেন। তারপর দেশের বিভিন্ন ডাক্তারদের পরামর্শে ভাইকে ঔষধ সেবন করিয়েছিলাম।
এতে ভাইয়ের কোনো উন্নতি না হলে ভাই নিজ থেকেই রবিবার রাতে আমাদের করোনা পরীক্ষা করার জন্য বলেন। পরে আমরা উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় ভাইকে রবিবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে ভর্তি করানো হয়। সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তার রিপোর্ট আমরা মঙ্গলবার হাতে পাব। এর আগেই আমার ভাই সবাইকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে।
তিনি আরো বলেন, বাচ্চু ভাই ছাত্র রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। সর্বশেষ তিনি কালিন্দী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে বহু উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছিলেন। বাচ্চু ভাইয়ের আশা ছিল কালিন্দী ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন করার জন্য। তার এই অকাল মৃ'ত্যুতে সব শেষ হয়ে গেল। তিনি ভাইয়ের জন্য সকলের দোয়া চেয়েছেন।
উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, বাচ্চু ভাইয়ের মৃ'ত্যুতে কেরানীগঞ্জ আওয়ামী লীগের একজন অভিভাবক হারাল। তিনি আওয়ামী লীগের ও সংগঠনের জন্য অনেক কিছু করেছেন। তিনি ব্যক্তিগতভাবে আমাকে অনেক পরামর্শ দিয়ে থাকতেন। তার চিন্তা ও ধ্যান-ধারণা সব সময় এলাকার উন্নয়নের দিকেই ছিল।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসাইন বলেন, বাচ্চু ভাইকে রবিবার রাতে আমাদের এখানে নিয়ে আসে। আমরা তার করোনা পরীক্ষা করার জন্য নমুনা নিয়ে টেস্টের জন্য পাঠিয়েছি, মঙ্গলবার তার রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছলে বলতে পারব তার করোনা পজিটিভ ছিল কি না।