বুধবার, ০৩ জুন, ২০২০, ০৪:০৪:০৩

এখন ঢাকার যেসব এলাকা করোনার হটস্পট

এখন ঢাকার যেসব এলাকা করোনার হটস্পট

নিউজ ডেস্ক : দেশে করোনা ভাইরাসের সং'ক্রমণ প্রকট হচ্ছে। আক্রা'ন্তের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে। মৃ'ত্যুর সংখ্যা ৭ শতাধিক। ফলে প'রিস্থিতি দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে। হটস্পটেও পরিবর্তন আসছে। রাজধানীতে করোনা প'রিস্থিতি মারা'ত্ম'কভাবে অ'বনতি হয়েছে। মহাখালী, যাত্রাবাড়ী ও মিরপুর সং'ক্রমেন দিক দিয়ে শীর্ষে রয়েছে।
সরকারের রোগতত্ব, রোগনির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সর্বশেষ প্রকাশিত তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

মহাখালীতে ৪০৮ জন করোনা আক্রা'ন্ত রোগী শনা'ক্ত হয়েছে। যা এখন পর্যন্ত শীর্ষে । এদিকে মিরপুরে ৩৬৯ ও যাত্রাবাড়ীতে ৩৫৪ জনের এই ভাইরাস শনা'ক্ত হয়। এছাড়া মুহাম্মদপুরে ৩৩৯, মুগদায় ৩৩০, উত্তরায় ৩১৫, কাকরাইলে ২৯৯, মগবাজারে ২২৭, ধানমন্ডিতে ২২৭, রাজারবাগে ২১৫, তেজগাঁওয়ে ২১২, খিলগাঁওয়ে ১৮৮, লালবাগে ১৮১, বাড্ডায় ১৬৭, বাবুবাজারে ১৬১, মালিবাগে ১৪৪, রামপুরায় ১৪২, গুলশানে ১৩০, গেন্ডারিয়ায় ১২৩ ও বংশালে ১০৭ জন আক্রা'ন্ত হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে