ম্যানহোলের পানিতে ভাসছে গুলশানের রাস্তা
রেজাউল কারিম রেজা, বিশেষ প্রতিনিধি: ঢাকার ডিপ্লোম্যাটিক জোন গুলশান ১,২। সারাদিন শত মানুষের আনাগোনা আর যানবাহনের চাপ। আছে westin এর মত 3 star সমমানের হোটেল , কিন্তু হোটেল টির সামনের রাস্তা তার মাঝেই ম্যানহোলের ঢাকনা উপচে বের হচ্ছে ভিতরে থাকা বর্জ্য আর পানি, গাড়ি চললেই ছিটকে আসছে, জন সাধারনের জামা কাপড় নষ্ট হচ্ছে । জন সাধারন এই রাস্তা দিয়ে চলাচল করতে আতঙ্কিত হচ্ছেন। অনেকেই নাপাকির কারণে নামায পরতে দ্বিধা দ্বন্দে পরেন। সাধারন মানুষ নাকে রুমাল দিয়া চলছেন। অনেকে দম বন্ধ কেরে চলাচল করছেন। অনেকে সহ্য করতে না পেরে বমি করে দিচ্ছেন । পাসের মার্কেটে ক্রেতা কেনা কাটা করতে এসে বিরক্ত হচ্ছেন। সাধারন মানুষের দাবি দ্রুতই সমাধান করবেন কতৃপক্ষ।
৩০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�