ঢাকা : রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবে যাওয়ার ১২ ঘণ্টা পর পানির তলদেশ থেকে উ'দ্ধার হওয়া সেই সুমন বেপারি এবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি কয়েকটি টেলিভিশনের সাথে কথা বলেন তিনি। এ সময় তিনি পানির নিচে বেঁচে থাকার বিষয়ে নানান কথা বলেছেন।
সেখানে উপস্থিত একজন গণমাধ্যমকর্মী সুমনের কাজে জানতে চান? মানুষজন বলতেছে, ১২ ঘন্টা পানির নিচে থাকা অনেক ক'ষ্টকর এবং ১২ ঘণ্টা পানির নিচে থাকলে শরীরে অনেক সম'স্যা হয়। আপনার তো এ ধ'রণের কোন সম'স্যা হয়নি এ বিষয়টি নিয়ে গু'ঞ্জন চলছে। এ নিয়ে আপনার বক্তব্য কী?
জবাবে সুমন বেপারি বলেন, ''আল্লাহ পাকের ইচ্ছে আল্লাহ পাকের ইচ্ছে ছাড়া কোন উপায় হয় না। আমি তো মনে করছি ওখানে ১০ মিনিট হইছে কিন্তু ১৩ ঘণ্টা হইয়া গেছে। কিন্তু আল্লাহ পাক যা চায় তাই হয়। আমার কিছু করার নাই। আমি তো ওখানেই মৃত্যুবরণ করতে পারতাম। আল্লাহ তায়ালা আমাকে জাগাইয়া রাখছে।''
আপনি ওখান থেকে ওঠার চেষ্টা করেছেন কতবার সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ''আমি উঠার চেষ্টা করি নাই। কিন্তু আমি জায়গা দেখতেছি বাইর হওয়ার কোন জায়গা আছে কি-না? কিন্তু…পাই নাই। আরেকটা লাশ ছিল। সেটা কষ্ট করবে তাই আমি সেটাকে হাত দিয়ে ঠেলে বাইর কইরা দিছি।''