বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২০, ০৯:২৪:১১

আমি এডভোকেট হুমায়ুন কবির ভুইয়াঁর কন্যা বলছি

আমি এডভোকেট হুমায়ুন কবির ভুইয়াঁর কন্যা বলছি

রেজাউল করিম রেজা, বিশেষ প্রতিনিধি: সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুমায়ুন কবির ভূঁইয়া (৫০) গত ৩০ জুন মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে নিউলাইফ হাসপাতালে মৃ'ত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃ'ত্যু নিয়ে রীতিমতো ধ্রুম্রজাল তৈরি হয়েছে। সোশাল মিডিয়া সহ কিছু পত্রিকায় করোনা আক্রা'ন্ত হয়ে মা'রা গেছেন বলে প্রচার হয়েছে। এর আগেও মো. হুমায়ুন কবির ভূঁইয়ার মৃ'ত্যুর ভূ'য়া খবর প্রচার হয়েছিল যার প্র'তিবাদ করেছিল তার মেয়ে। অ্যাড. হুমায়ুন কবির ভূঁইয়ার ফেসবুক পেজ থেকে এবারও করোনা আক্রা'ন্ত হয়ে মৃ'ত্যুর খবরের প্র'তিবাদ জানিয়ে দেশবাসির কাছে আকুল আবেদন জানিয়েছেন তার মেয়ে-

আমি এডভোকেট হুমায়ুন কবির ভুইয়াঁর কন্যা বলছিঃ
অনেকে পোস্ট দিয়ে/পত্রিকায়/নিউজে ছড়াচ্ছেন আমার বাবার করোনায় মা'রা গিয়েছেন। দয়া করে এমন ফালতু নিউজ দিবেন না। আপনাদের এই ছোট ফালতু নিউজের জন্য আমাদের কত সাফার করতে হচ্ছে বিন্দু পরিমান ধারণা ও কি আছে!! কি লাভ হচ্ছে দয়া করে বলবেন কি!!!  ২০২০ সালে কেউ মা'রা গেলেই কি করোনার কারণে মা'রা যায়??!! যদি প্রুভ লাগে হস্পিটালে রিপোর্ট সব দেখে যাবেন। তবুও প্লিজ এমন নিউজ ছড়াবেন না প্লিজ! আমরা এমনিতেই মানসিকভাবে ঠিক নেই তার উপর আপনাদের এসব ফেক নিউজে আমাদের অনেক কিছু ফেস করতে হয়েছে।।

আমার বাবার ফুসফুস ২টাই ড্যামেজ হয়ে গিয়েছিলো এর উছিলায় আল্লাহ আমার বাবাকে তার কাছে নিয়ে গিয়েছেন।উপকার করতে সক্ষম না হলে দয়া করে অপকার করবেন না।আপনাদের ও একদিন চলে যেতে হবে,নিজের দিক থেকে ভাবুন আপনি চলে যাওয়ার পর ও আপনার ফ্যামিলি যদি আপনার অন্য রিজন নিয়ে হ্যারেজমেন্ট হয় তাহলে কোন শো'ক সামলাবে!! আমার বাবা চলে যাওয়ার আগ পর্যন্ত কারোর ক্ষতি করেনি,কারোর সাহায্য  করতে সে তার শেষ বিন্দু পরিমান চেষ্টা করেছেন সর্বদা। অন্তত এই খাতিরে আর কোন গুজব ছড়াবেন না।।।।। মানবজাতি দয়া করে এতোটা বেঈমান আর স্বার্থপর হবেন না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে