 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের বড় ভাই প্রকৌশলী মো. শফিকুল ইসলাম মা'রা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার রাত ১২টা ২০মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা'রা যান।
মেয়র আতিক বলেন, উনার বয়স হয়েছিল আশি বছরের বেশি। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা ছিল। অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। তখনই তিনি মা'রা যান।
তিনি জানান, ১৯৫৮ সালে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করেন শফিকুল ইসলাম। পরে যোগ দেন পরমাণু শক্তি কমিশনে। একসময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। পাঁচ ভাই, ছয় বোনের মধ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক এই কর্মকর্তা ছিলেন সবার বড়। আর আতিকুল ইসলাম সবার ছোট।