নিউজ ডেস্ক : পুলিশের কোনো সদস্য মা'দকাসক্ত হয়ে থাকলে তাকে স্বেচ্ছায় আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি মিরপুর) মোস্তাক আহমেদ। অন্যথায় মাদ'কাসক্তদের ডোপ টেস্টের মাধ্যমে শ'নাক্ত করে ক'ঠোর শাস্তির আওতায় আনা হবে।
তিনি বলেন, যদি কোনো সদস্য স্বেচ্ছায় মা'দক সেবনের কথা স্বীকার করে তবে তার ফ্রি চিকিৎসার ব্যবস্থা করবে পুলিশ। করোনাকালে দায়িত্বপালনে ব্যক্তিগত সুরক্ষা ও সচেতনতা সং'ক্রান্ত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডিসি মিরপুর বলেন, যদি কোনো পুলিশ সদস্য মা'দক ব্যবসায়ীর সঙ্গে আর্থিক বা অন্য কোনোভাবে সম্পৃক্ত থাকেন তবে তাকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। মা'দক প্রবণ মিরপুর এলাকাকে যে কোনো মূল্যে মাদক'মুক্ত করা হবে। তিনি বলেন, করোনা সং'ক্রমণের মধ্যে পুলিশ সম্মুখ যো'দ্ধা হিসেবে সামনের সারিতে রয়েছে। এ কারণে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. সালাউদ্দিন মোল্লা বলেন, কিছুক্ষণ পর পর কমপক্ষে বিশ সেকেন্ড করে সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। কেননা করোনাভাইরাস শুধুমাত্র চোখ, নাক ও মুখ দিয়ে শরীরে প্রবেশ করে।
ডিউটি শেষে বাসায় ঢোকার সময়ও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে তিনি বলেন, দৈহিক সক্ষমতা বাড়াতে প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট ব্যয়াম, বেশি পানি এবং পুষ্টিকর খাবার খেতে হবে। অনুষ্ঠানে মিরপুর বিভাগের সব পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন থানার ওসিরা উপস্থিত ছিলেন।