নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি। এটার অনুমোদন যদি পেয়ে যাই তাহলে কথা দিতে পারি, আগামী বছর জলাবদ্ধতা তৈরি হবে না। আমরা ২৬টি জায়গা চিহ্নিত করেছি। পর্যায়ক্রমে এই বর্ষায় ১০টি এলাকা ঠিক করে ফেলতে পারব।
বুধবার (২২ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার এলাকার জলাবদ্ধতা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
মেয়র আতিকুল বলেন, আমরা গতবার যখন এসেছিলাম, তখন মাছরাঙা টেলিভিশনের সামনে পানি জমেছিল। এখন পানি কিন্তু জমে না। কালশীর জলাবদ্ধতার সমাধানও আমরা করেছি। আমরা কাওলা খাল নিজেদের উদ্যোগে খনন করেছি। আজ সকালে মন্ত্রী মহোদয়ের সাথে মিটিং ছিল। দক্ষিণের মেয়রসহ আমি বলেছি ওয়াসা থেকে আমাদের খালগুলো দিয়ে দিন। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। আমরা কথা দিতে পারি, এ খাল আমরা পুনরু'দ্ধার করব। ড্রেন থেকে খাল এবং খাল থেকে নদীতে আমরা সংযোগ করব। আমরা দেখেছি কারওয়ান বাজারে গতকাল কোমর পানি ছিল। কী কারণে ছিল আমরা তার ব্যাখ্যা করেছি। এখানে দুটো মাস্টার প্ল্যান করতে হবে।
পরিদর্শনকালে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দীন উপস্থিত ছিলেন।