নিউজ ডেস্ক : ঢাকার আশপাশের এলাকায়ও বন্যার প্র'কোপ বেড়েই চলেছে। দেড় দশকেরও বেশি সময়ে রাজধানীর নিম্নাঞ্চলে এতো পানি উঠতে দেখা যায়নি। পথঘাট উপচে ত'লিয়ে গেছে বসতবাড়ি। এমন দু'র্ভোগে জনপ্রতিনিধিদের দেখা না মেলার অভি'যোগ উঠেছে।
গৃহপালিত পশুর সাথে এক ঘরেই থাকতে হচ্ছে ডেমরার ঠুনঠুনিয়ার এ বাসিন্দাদের। করোনার কারণে আর্থিক সংক'টে থাকা পরিবারটির জন্য বানের জল বয়ে এনেছে নতুন বিপ'ত্তি। এমন এক পরিবারের গৃহিণী বলেন, গৃহপালিত পশু ও আমাদের একসঙ্গে থাকতে হচ্ছে। ঘরে ঠিকমতো খাবার নেই। বাচ্চাদের নিয়ে খুব সমস্যার মধ্যে আছি।
ডেমরার করিম জুট মিলের সাবেক এ কর্মীর ২৪ ঘণ্টার চিন্তা শেষ সঞ্চয় দিয়ে করা মাছের খামারটির শেষ রক্ষা হবে কি না। তাদের একজন বলেন, ১ লাখ টাকার ওপর খরচ করে মাছ ছেড়েছি। এখন তো সব শেষ।
নলছাটা ও ইটা খোলার রাস্তা উপচে বালু নদীর পানি ঢুকছে ডেমরা ও খিলগাঁওয়ে। স্থানীয়রা মনে করেন, রাস্তাটি উঁচু করা হলে এভাবে ভোগা'ন্তি পোহাতে হতো না। বানভাসিরা বলছেন, ত্রাণতো দূরে থাক, স্থানীয় জনপ্রতিনিধিদের চোখের দেখাও মেলেনি।