 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
ঢাকা : ঢাকা - ৯ আসনের সবুজবাগ থানাধীন ৫,৭৩ ও ৭৪ নং ওয়ার্ডে বন্যা ক'বলিত বানভাসি অস'হায় ৫০০টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা/উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের মাননীয় সংসদ সদস্য ও বন-পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব সাবের হোসেন চৌধুরী।
সভাপতিত্ব করেন ডিএসসিসির ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লায়ন চিত্ত রঞ্জন দাস। এসময় আরও উপস্থিত ছিলেন ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব শফিকুল ইসলাম, ৭৪ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আজিজুল ইসলাম, ৫,৬,৭নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিসেস মাকসুদা শমসের, ৭৩,৭৪,৭৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিসেস নাসরিন আহমেদ সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনাব সাবের হোসেন চৌধুরী তার নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে বলেন, ''করোনা মোকাবিলার পাশাপাশি যেকোন প্রাকৃতিক দূর্যো'গে অতিতের ন্যায় সবসময় আমি আপনাদের পাশে আছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলায় কেউ অভুক্ত থাকবে না।''