 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আশুলিয়া : আশুলিয়ার জিরাবো এলাকায় দু'র্বৃত্তরা ৪০ বিঘা আয়তনের একটি পুকুরে বিষ প্র'য়োগে করেছে। এ ঘটনায় প্রায় ৫ কোটি টাকার মাছ মা'রা গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পুকুরের মালিক শরিফুল ইসলাম ব্যাপারী এই অভি'যোগ করেন। তিনি বলেন, ১৯৯৮ সাল থেকে আমি পুকুরে মাছচাষ করে আসছি। গতকাল রাতে একদল দু'র্বৃত্ত রাতের আঁধারের কোনো এক সময়ে তার মাছের পুকুরে বিষ প্র'য়োগ করেন। এতে তার প্রায় ৫ কোটি টাকার মাছ ম'রে গেছে।
এদিকে, সাভার উপজেলা মৎস্য কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, পুকুরে বিষ প্র'য়োগের খবরে তারা একটি তদ'ন্ত দল ঘটনাস্থলে পাঠিয়েছে। প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই এলাকার জিল্লুর রহমান নামে এক ব্যক্তি বলেন, বিষ প্র'য়োগে মাছ মারার কারণে এলাকায় দুর্গ'ন্ধ ছড়িয়ে পড়েছে। এতে পরিবেশ দূষিত হয়ে পড়ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আরা নিপা বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। প্রশাসন এ বিষয়ে কাজ করছে।