নিউজ ডেস্ক : ১৫ই আগস্ট বাংলাদেশের জাতীয় শো'ক দিবস। যথাযথ মর্যাদা ও সম্মানের সহিত পালিত হচ্ছে দিবসটি । ১৯৭৫ সালের ১৫ই আগস্টের এই দিনে স্বাধীনতা বিরো'ধী কিছু দু'ষ্কৃ'তি দল সপরিবারে নিজ বাড়িতে নির্ম'মভাবে বঙ্গবন্ধুকে হ'ত্যা করে। অজস্র গু'লিতে বঙ্গবন্ধুর সু-বিশাল মনের ধা'রক বুকটাকে ঝা'জ্রা করে দেয় খু'নির দলেরা।স্ত'ব্ধ করে দেয় বাংলার প্রান প্রিয় নেতার বলি'ষ্ঠ ক'ণ্ঠকে। চির নি'দ্রায় শা'য়িত হন বাংলাদেশের রুপকার সোনার বাংলা গড়ার কারিগর মহান নেতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান।
পা'ষণ্ড'রা সেই সময় ছোট্ট শিশু শেখ রাসেলকেও রহম করেনি। রাসেলের নি'ষ্পা'প কচি মুখ তাদের মনকে বি'গ'লিত করতে পারেনি। এতটাই নি'র্ম'ম নি'র্দ'য় পা'ষ'ণ্ড ছিল তারা। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা তখন দেশের বাইরে থাকায় প্রা'নে বেঁ'চে যান। সেই সময় তারা নিজ দেশে ফিরতে পারে নাই, স্বজনদের মুখটি দেখার শেষ সুযোগটিও তারা পায়নি।।
১৪ই আগস্ট জাতীয় শো'ক দিবসের দোয়া অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন- “বর্তমানে হ'ত্যা কা'ণ্ড হলে মানুষ বিচার চাইতে পারে, কিন্তু আমি সেই সময় বিচার চাওয়ার সুযোগ পাইনি। আইন করে সেই রাস্তা বন্ধ করে দেয়া হয়েছিল। কারো পরিবারের এক জন মানুষ খু'ন হলে সেই পরিবার সেই স্বজন হা'রা ব্যা'থা স'ইতে পারে না, আর আমি এতো গুলো স্বজন হা'রার ব্যাথা কি করে স'য়ে আছি”।।
সেই আলোকেই ১৫ই আগস্ট সকাল ১০.০০ টায় নাখাল পাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় হল রুমে এক ভা'র্চু'য়াল আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সম্মানিত শিক্ষিক শিক্ষিকা বৃন্দ। উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে সাধারন আলোচনায় বক্তব্য রাখেন স্কুলের সিনয়র শিক্ষিক মোজাম্মেল হোসেন, মাসুদ রানা, রমেন্দ্র নাথ গোলদার, জেবুন নেসা হেলেন, শিক্ষিক প্রতিনিধি-জিয়াউল হক, আবু হানিফ, নার্গিস আক্তের।
বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক রঞ্জিত পাল, তিনি উ'দ্ধৃ'তি দিয়ে বলেন ঘা'তকেরা বঙ্গবন্ধুকে হ'ত্যা করতে পেরেছিল কিন্তু তার আদর্শকে চেতনাকে হ'ত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর মনে বাংলার মানুষের প্রতি কি পরিমান অ'গাদ ভালোবাসা ছিল তা বিভিন্ন উ'দ্ধৃ'তি দিয়ে বুঝাতে চেষ্টা করেছেন।আরও উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য জনাব মহিউদ্দিন সকার , এবং বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য জনাব রেজাউল করিম রেজা এমটিনিউজ২৪.কম এর বিশেষ প্রতিনিধি।
তিনি তার বক্তব্যে বলেন-বঙ্গবন্ধু হলেন আদর্শের পাহাড়, আর আদর্শ এমন এক গুন যা সবাই ধারন করতে পারে না, যারা পারে তারাই হয় বরেণ্য, চির স্মরণীয় গুনিজন। শুধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে চি'ৎকার করলেই বঙ্গবন্ধু কে মহান বা সম্মান দেখানো হয় না, তিনি মহান ছিলেন আছেন থাকবেন, তার আদর্শকে বুকে ধা'রন করে তা দেশ ও সমাজের উন্নয়নে জনসেবায় ব্যাবহার করলেই তাকে সম্মান দেখানো হবে। তিনি হলেন আদর্শের আলো যা দা'বিয়ে রাখা যায় না । তার আলো ছড়ালেই আলকিত মানুষ পাওয়া যাবে। বঙ্গবন্ধুর স্বপ্ন একটি সোনার বাংলা হবে।তা বাস্তবায়ন করতে পারে তার আদর্শের ধা'রক ও বাহকরা । পরিশেষে তিনি তার লেখা বঙ্গবন্ধুর স্মরণে কবিতা পড়ে শোনান যার নাম অসমা'প্ত ইতি।
৫০ মিনিটের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জব্বার হাওলাদার। সমাপ্তি বক্তব্যে তিনি বলেন- সোনার বাংলা গড়তে হলে আমাদের সোনার মানুষ হতে হবে, তার জন্য প্রথমে নিজের মাঝে বঙ্গবন্ধুর আদর্শকে লা'লন করতে বলেন, না পারলে বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন হবে না। বর্তমান সরকারের যোগ্য নেতৃতে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে পৃথিবীতে পরিচিত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।। সবার বক্তব্যেই বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান ও তার আদর্শের কথা সবাইকে স্মরণ করিয়ে তার আদর্শের ধা'রক হতে আহবান করেছেন। সবাই সমস্বরে এই নি'র্ম'ম হ'ত্যায'জ্ঞের নি'ন্দা প্র'কাশ ও এই খু'নিদের ম'দদ দাতাদের বিচার দাবি করেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষক জনাব নিখিল চন্দ্র দাস, আরও উপস্থিত ছিলেন-জনাব মোহাম্মাদ মজিবুর রাহ্মান, জিয়াস মীন আক্তের লোপা, তানভীর আহমেদ ,মুহাম্মাদ নাসির উদ্দিন, মস্তাফিজুর রাহমান, রাজিব কুমার বিশ্বাস, ও লিটন সিকদার সহ আরও অনেকে।সবশেষে পবিত্র কোরআন থেকে তেলায়াত ও দোয়া করা হয়।