ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয়ে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে নয় লক্ষাধিক টাকা হতিয়ে নিয়েছেন আবুল কালাম আজাদ (৫৫) নামে এক প্র'তা'রক।গতকাল বুধবার আবুল কালাম আজাদকে গ্রে'প্তার করেছে পুলিশের অপ'রাধ তদ'ন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি জানায়, গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে গো'পন সংবাদের ভি'ত্তিতে পল্টন থেকে হাইকোটগামী রাস্তা থেকে মোটরসাইকেলযোগে পা'লানোর সময় আবুল কালাম আজাদকে সিআইডির ইকোনমিক শাখার একটি দল গ্রে'প্তার করে।গ্রে'প্তারকৃত আবুল কালাম আজাদের প্রকৃ'ত বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে বলে জানিয়েছে সিআইডি।
আবুল কালাম আজাদ নিজেকে ‘জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব’ পরিচয় দিয়ে, রাজউকের আওতাধীন ঝিলমিল প্রকল্পে প্লট পা'ইয়ে দেবার মি'থ্যা আ'শ্বাস দিয়ে মামলার বাদী একটি বেসরকারি ব্যাংকের বাসাবো শাখার সাবেক ম্যানেজার নুর মোহাম্মদ হাওলাদারের কাছে থেকে বিভিন্ন দফায় সর্বমোট নয় লাখ ৮০ হাজার টাকা প্র'তা'রণা করে গ্রহণ করা কথা স্বী'কার করেছেন সিআইডির কাছে।