শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৭:০৯

আগের কোনও ঘটনা মনে পড়ছে না ইউএনও ওয়াহিদার

আগের কোনও ঘটনা মনে পড়ছে না ইউএনও ওয়াহিদার

ঢাকা : দিনাজপুরের ঘোড়াঘাটের হা'মলার শি'কার ইউএনও ওয়াহিদা খানম ডাকলে সাড়া দিচ্ছেন। নিজের নাম বলতে পারছেন। তবে এছাড়া আগের কোনও ঘ'টনা কিছুই মনে করতে পারছেন না। শুক্রবার গণমাধ্যমকে ইউএনও ওয়াহিদার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম।

তিনি বলেন, এখন কোথায় আছেন এমন প্রশ্নের জবাবে ওয়াহিদা খানম বলছেন, আমি বাসায় আছি। হা'মলার ঘ'টনা সম্পর্কে জি'জ্ঞাসা করলে তিনি কিছু মনে করতে পারছেন না বলে জানান। এর আগে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক জাহেদ হোসেন সংবাদমাধ্যমকে জানান, অ'স্ত্রো'পচারের সময় ওয়াহিদা খানমের মাথায় কমপক্ষে ৯টি আ'ঘা'তের ক্ষ'ত দেখা গেছে।

মাথার খুলির যে হা'ড়টি ভে'ঙে ভেতরে ঢু'কে গিয়েছিল, সেটি অ'স্ত্রো'পচারের সময় বের করা হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তার জ্ঞান ফেরে। তিনি কথাও বলেন। তার শরীরের ডান পাশ এখনো অবশ। এটি ঠিক হতে সময় লাগতে পারে। এই হাসপাতালে ওয়াহিদা খানমের আড়াই ঘণ্টার জ'টি'ল অ'স্ত্রো'পচার হয় গতকাল বৃহস্পতিবার রাতে। এই অ'স্ত্রো'পচারে অংশ নেন ছয়জন চিকিৎসক। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে