রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪৪:০৩

ঢাবিতে ফুল বিক্রি করা ছোট্ট জিনিয়া ৬ দিন ধরে নিখোঁ'জ

ঢাবিতে ফুল বিক্রি করা ছোট্ট জিনিয়া ৬ দিন ধরে নিখোঁ'জ

নিউজ ডেস্ক : ৬ দিন ধরে নিখোঁ'জ পথশিশু জিনিয়া। তাকে না পেয়ে দিশে'হা'রা মা সেনুরা বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ফুল বিক্রি করত ফুটফুটে শিশু জিনিয়া (৮)। তার কোনো সন্ধান নেই। মঙ্গলবার রাতের কোনো এক সময়ে টিএসসি এলাকা থেকে সে নিখোঁ'জ হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, গেল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে অপরিচিত দু'জন নারী জিনিয়াকে নিয়ে যায়। ঘ'টনাস্থ'লের সবগুলো সিসিটিভি ক্যামেরা ছিলো অকার্যকর। জিনিয়াকে খুঁ'জে পেতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।

মা শিমু, ছোট বোন সিনথিয়া (৭) আর ভাই পলাশের (১৭) সঙ্গে জিনিয়া থাকত টিএসসি এলাকাতেই। টিএসসির বারান্দা তাদের রাতে শোয়ার জায়গা। আর দিন কাটতো লাল প্লাস্টিকের বালতিতে করে গোলাপ আর বেলি ফুল বিক্রি করে। বিশ্ববিদ্যালয়ের অনেকে শিক্ষার্থী, টিএসসি এলাকার চায়ের দোকানদার, ফুচকার দোকানদার আর ভ্রাম্যমাণ সিগারেট বিক্রেতাদের সবারই পরিচিত জিনিয়া।

জিনিয়ার মা শিমু শাহবাগ থানায় নিখোঁ'জের সাধারণ ডায়েরি করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। কিন্তু কোনো হ'দিস মেলেনি এখনো। জিনিয়ার মা শিমু এবং টিএসসি এলাকার চায়ের দোকানদার সঙ্গে কথা বলে মঙ্গলবার রাতে নিখোঁ'জ হওয়ার আগের সময়টাতে জিনিয়া দুজন নারীর সঙ্গে কথা বলেছিল বলে জানা গেছে।

জিনিয়ার মা শিমু বলেন, ওই দিন রাত সাড়ে নয়টার দিকে ছোট মেয়ে সিনথিয়াকে স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের পাশে রেখে জিনিয়াকে ডাকতে যান। দুই নারীর সঙ্গে জিনিয়া তখন ফুচকা খাচ্ছিল। তিনি জিনিয়াকে বৃষ্টি আশার আগে ফুল বিক্রি শেষ করার তাগাদা দেন। তখন ওই দুই নারী বলেন, তারা জিনিয়াকে ফুচকা খাওয়া শেষে ডাসের পেছনে দিয়ে আসবেন। এ সময় কেউ একজন ডাক দেওয়ায় শিমু সেখান থেকে চলে আসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন তার ভেরিফাইড ফেইসবুক পেইজে লিখেছেন, জিনিয়া। আমাদের টিএসসির সবার প্রিয় মিষ্টি, প্রাণবন্ত, মিশুক একটা মেয়ে। ৫ দিন ধ'রে নিঁখো'জ, টিএসসি থেকেই কেউ নিয়ে গেছে। প্রশা'সনসহ অনেকেই চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত স'ন্ধা'ন পাওয়া যায়নি। জিনিয়ার কোন ধ'রনের খোঁ'জ, সংবাদ বা তথ্য জানা থাকলে শাহবাগ থানা, ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বা আমাদেরকে জানানোর অনুরোধ করছি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ গতকাল বলেন, তিনি সদ্য শাহবাগ থানায় যোগ দিয়েছেন৷ তাই এ বিষয়ে বিস্তারিত বলতে পারছেন না৷ পরে থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ''নিখোঁ'জ শিশুটির খোঁ'জ চলছে, তবে এখনো হ'দিস মেলেনি৷''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে