মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৬:৫৯

সাভারে যাত্রী সহ বাস খাদে, জানুন সর্বশেষ পরিস্থি'তি

সাভারে যাত্রী সহ বাস খাদে, জানুন সর্বশেষ পরিস্থি'তি

নিউজ ডেস্ক : সাভারের আশুলিয়ায় চাকা ফে'টে শ্রমিকবাহী বাস খাদে পড়ে অন্তত ১২ জন আহ'ত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে গোয়াইলবাড়ী-জিরানী আঞ্চলিক সড়কের গোয়াইলবাড়ী বাজারের সংলগ্ন এলাকায় এ দু'র্ঘ'টনা ঘ'টে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম থেকে অন্তত ২৫ জন শ্রমিক নিয়ে টেঙ্গুরী এলাকায় স্পিনিং ট্রেড লিমিটেড কারখানায় যাচ্ছিলো বাসটি। গোয়াইলবাড়ী এলাকায় পৌঁছালে বাসটির সামনে চাকা ফে'টে যায়। এ সময় বাসটি নিয়'ন্ত্রণ হা'রিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত বাসের ভেতর থেকে আহত ১০-১২ জন শ্রমিককে উ'দ্ধার করে নিকটস্থ হাসপাতালে পা'ঠান। স্পিনিং ট্রেড লিমিটেড কারখানার শ্রমিক পরিবহন কাজে বাসটি ব্যবহৃত হতো বলে জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে