শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৪:০৩

বিজিবি-বিএসএফ বৈঠকে যেসব সিদ্ধান্ত হল

বিজিবি-বিএসএফ বৈঠকে যেসব সিদ্ধান্ত হল

ঢাকা : সীমান্ত হ'ত্যা শূন্যের কো'টায় নামিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও ভারতীয় সী'মান্তর'ক্ষী বা'হি'নী বর্ডার সি'কিউ'রি'টি ফো'র্সের (বিএসএফ) মহাপরিচালক রাকেশ আস্থানা একমত পোষণ করেছেন।

ঢাকার পিলখানা বিজিবি সদর দফতরে ৪ দিনব্যাপী বিজিবি-বিএসএফের মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠকে দু'দেশের এই সী'মান্তর'ক্ষী বা'হি'নী একমত পোষণ করে। বিজিবি ও বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক শেষে পিলখানায় বিজিবির সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে উভয় বা'হি'নীর প্রধান সীমান্ত হ'ত্যা শূ'ন্যের কো'টায় নামিয়ে আনতে প্রতি'জ্ঞাব'দ্ধ বলে সাংবাদিকদের জানিয়েছেন।

সীমান্তে উভয় দেশের নি'র'স্ত্র নাগরিকদের হ'ত্যা বা আহ'ত অথবা মা'রধ'রের ঘ'টনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে ঝুঁ'কিপূ'র্ণ সীমা'ন্তবর্তী এলাকায় যৌথ টহল বৃ'দ্ধি, জনসচেতনতামূলক কর্মসূচি আরও বেগবান করা এবং প্রয়োজন মাফিক আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণসহ সীমান্তে অতিরিক্ত স'ত'র্কতামূলক ব্যবস্থা গ্রহণে উভয় বা'হি'নীর প্রধান সম্মত হয়েছেন।

ঝুঁ'কিপূ'র্ণ সীমান্তে যৌ'থ টহল পরিচালনাসহ সমন্বিত কার্যক্রম গ্রহণ এবং সীমান্ত এলাকায় বসবাসকারী নাগরিকদের মাঝে আন্তর্জাতিক সীমানা আইনের বিধি-বিধান সম্পর্কে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সীমান্তে আ'ক্র'মণ অথবা হা'মলার ঘ'টনা শূন্যের কো'ঠায় নামিয়ে আনতে উভয় পক্ষই সম্মত হয়েছেন। বাংলাদেশ-ভারত সীমান্তে মা'দক ও অ'স্ত্র চো'রাচা'লান এবেং মানব পা'চার ব'ন্ধে একসঙ্গে কাজ করতে উভয় বা'হি'নীর প্রধান আ'গ্রহ প্রকাশ করেছেন।

৪ দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক বৃহস্পতিবার সকাল ১০ টা ৪৫ মিনিটে পিলখানা বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে শুরু হয়। শনিবার সকাল ১০টার দিকে সম্মেলনের যৌথ আলোচনার দ'লি'ল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমা'ন্ত সম্মেলন শেষ হয়েছে। সম্মেলন শেষে বিএসএফ প্রতিনিধি দল ঢাকা ত্যা'গ করবেন বলে বিজিবি জানিয়েছে।

এবারের সম্মেলনে সীমান্তে নি'র'স্ত্র বাংলাদেশি নাগরিকদের গু'লি, হ'ত্যা ও আহ'ত করা, সীমান্তের অপর প্রান্ত থেকে বাংলাদেশে ফেনসিডিল, গাঁ'জা, ম'দ, ই'য়া'বা, ভা'য়া'গ্রা অথবা সেনে'গ্রা ট্যাবলেটসহ মা'দক ও নে'শাজাতীয় দ্রব্যের চো'রাচা'লান, অ'স্ত্র, গো'লা-বা'রুদ ও বি'স্ফো'রক দ্রব্য পা'চার ব'ন্ধের বিষয়ে বি'স্তা'রিত আলোচনা হয়েছে।

বিএসএফ মহাপরিচালক বাংলাদেশ-ভারত সীমান্তের ১৫০ গজের মধ্যে নতুন ডিজাইনের একসারি বিশিষ্ট কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে পয়েন্ট উত্থাপন করেন। এ প্রেক্ষিতে বিজিবি মহাপরিচালক জানান, নতুন ডিজাইনের কাঁটাতারের বেড়া নির্মাণ না করার বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত ইতোমধ্যেই জানিয়ে দেয়া হয়েছে।

উভয় পক্ষ সীমান্তে অ'স্ত্র, গো'লাবা'রুদ, বি'স্ফো'রক দ্রব্য, মা'দ'ক, স্বর্ণ এবং জা'লমু'দ্রা পা'চার প্র'তিরো'ধে কার্যকর প'দক্ষে'প গ্রহণে সম্মত হয়েছেন। সীমান্তে চো'রাচা'লানসহ আ'টক ব্যক্তিদের সম্পর্কে তাৎ'ক্ষণি'ক ত'থ্য এবং উভয় বা'হি'নীর প্রয়োজন অনুযায়ী প্রাথমিক জি'জ্ঞা'সাবাদের প্র'তিবে'দন বিনিময়ের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছেন।

বিজিবি মহাপরিচালক বিএসএফ মহাপরিচালককে আসন্ন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিজিবি এয়ার উইংয়ের ২টি হে'লিক'প্টারের অধিকতর ট্রেনিং ও অ'পারে'শনাল ফ্লা'ইটের বিষয়ে অ'বহি'ত করেন এবং যে কোনো ধ'রনের বি'ভ্রা'ন্তি বা ভু'ল বোঝাবুঝি এড়াতে তাকে সে দেশের বা'হি'নীর প্রান্তিক পর্যায় পর্যন্ত অ'বহি'ত করার অনুরোধ জানান। বিজিবি ও বিএসএফ উভয় মহাপরিচালক সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে যৌ'থভাবে কাজ করার প্র'তিশ্রু'তি পু'নর্ব্য'ক্ত করেন।

উভয় পক্ষ মহাপরিচালক পর্যায়ের পরবর্তী ৫১তম সীমান্ত সম্মেলন চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারতের গৌহাটিতে অনুষ্ঠানের ব্যাপারে একমত পোষণ করেছেন। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করেছেন। বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ৬ সদস্যের ভারতের প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে